বুকের ব্যথাটা গ্যাসের নাকি হার্টের, কীভাবে বুঝব
Published: 3rd, May 2025 GMT
গ্যাসের ব্যথার লক্ষ্মণ
গ্যাসের সমস্যা বিভিন্ন রকমের হতে পারে। অন্যভাবে বললে, সাধারণ মানুষ পেটের বিভিন্ন অস্বস্তিকে গ্যাসের সমস্যা হিসেবে আখ্যা দেন। গ্যাসের সমস্যায় পেটে হালকা থেকে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে। পেট ভার ভার লাগতে পারে, পেট ফুলে বা ফেঁপে আছে মনে হয়। অনেকে বলেন, অল্প খেলেই পেটটা ফেঁপে যায়। আবার কেউ বলেন, খাওয়ার পর খাবার ওপর দিকে উঠে আসতে চায়। এসব সমস্যায় ব্যথা হালকা হতে পারে, চিন চিন করতে পারে, জ্বালাপোড়া করতে পারে, আবার তীব্র ব্যথাও হতে পারে। গ্যাসের ব্যথা সাধারণত পেটের ওপরের দিকে হয়। কিন্তু মনে রাখবেন, হার্টের ব্যথাও এই জায়গাতেই হতে পারে। বিশেষ করে ইনফেরিয়র এমআই (মাইয়োকার্ডিয়াল ইনফারকশন) ধরনের হার্ট অ্যাটাক একই জায়গায় ব্যথা নিয়ে আসতে পারে। গ্যাসের ব্যথা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, বেশির ভাগ ক্ষেত্রে গ্যাসের ওষুধ খাওয়ার পর উপশম হয়ে যায়। কিন্তু হার্টের ব্যথা তা নয়। এটি গ্যাসের ওষুধে কমবে না এবং বাড়তে থাকবে। গ্যাসের ব্যথা বেশির ভাগ সময়ই খাওয়ার সঙ্গে সম্পর্কিত। একধরনের গ্যাসের ব্যথা খালি পেটে বাড়ে, আবার আরেক ধরনের গ্যাসের ব্যথা খাওয়ার পর বেড়ে যায়।
আরও পড়ুনঅল্প বয়সেও কেন হার্ট অ্যাটাক হয়৩০ মার্চ ২০২৫সঠিক সময়ে রোগনির্ণয় ও চিকিৎসা পেলে হার্টের সমস্যার বড় ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সমস য
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা