গ্যাসের ব্যথার লক্ষ্মণ

গ্যাসের সমস্যা বিভিন্ন রকমের হতে পারে। অন্যভাবে বললে, সাধারণ মানুষ পেটের বিভিন্ন অস্বস্তিকে গ্যাসের সমস্যা হিসেবে আখ্যা দেন। গ্যাসের সমস্যায় পেটে হালকা থেকে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে। পেট ভার ভার লাগতে পারে, পেট ফুলে বা ফেঁপে আছে মনে হয়। অনেকে বলেন, অল্প খেলেই পেটটা ফেঁপে যায়। আবার কেউ বলেন, খাওয়ার পর খাবার ওপর দিকে উঠে আসতে চায়। এসব সমস্যায় ব্যথা হালকা হতে পারে, চিন চিন করতে পারে, জ্বালাপোড়া করতে পারে, আবার তীব্র ব্যথাও হতে পারে। গ্যাসের ব্যথা সাধারণত পেটের ওপরের দিকে হয়। কিন্তু মনে রাখবেন, হার্টের ব্যথাও এই জায়গাতেই হতে পারে। বিশেষ করে ইনফেরিয়র এমআই (মাইয়োকার্ডিয়াল ইনফারকশন) ধরনের হার্ট অ্যাটাক একই জায়গায় ব্যথা নিয়ে আসতে পারে। গ্যাসের ব্যথা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না, বেশির ভাগ ক্ষেত্রে গ্যাসের ওষুধ খাওয়ার পর উপশম হয়ে যায়। কিন্তু হার্টের ব্যথা তা নয়। এটি গ্যাসের ওষুধে কমবে না এবং বাড়তে থাকবে। গ্যাসের ব্যথা বেশির ভাগ সময়ই খাওয়ার সঙ্গে সম্পর্কিত। একধরনের গ্যাসের ব্যথা খালি পেটে বাড়ে, আবার আরেক ধরনের গ্যাসের ব্যথা খাওয়ার পর বেড়ে যায়।

আরও পড়ুনঅল্প বয়সেও কেন হার্ট অ্যাটাক হয়৩০ মার্চ ২০২৫সঠিক সময়ে রোগনির্ণয় ও চিকিৎসা পেলে হার্টের সমস্যার বড় ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সমস য

এছাড়াও পড়ুন:

প্রাণিসম্পদ অধিদপ্তরের ২ পদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলালফ প্রকাশ

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত ১৩ ক্যাটাগরির ৬৩৮টি শূন্য পদের মধ্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ ও ‘ক্যাশিয়ার’ পদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার ২ মে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট www.dls.gov.bd এবং job.dls.gov.bd তে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে অধিদপ্তরের ওয়েবসাইট এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনমেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ২ ঘণ্টা আগেআরও পড়ুনবাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি, ১ পদে নেবে ২০ জন১০ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ