তানজানিয়ায় নারী শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিন উদ্যাপন মালালার
Published: 12th, July 2025 GMT
আফ্রিকার দেশ তানজানিয়ায় জন্মদিন উদ্যাপন করেছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। আজ শনিবার (১২ জুলাই) ছিল তাঁর ২৮তম জন্মদিন।
তানজানিয়ায় জন্মদিনের মধ্যেও মেয়েদের শিক্ষার অধিকারকে এগিয়ে নিতে কাজ করছেন তিনি। এ লক্ষ্যে সময় কাটাচ্ছেন দেশটির মেয়েদের সঙ্গে।
তানজানিয়ায় এটি মালালার প্রথম সফর। দেশটিতে গিয়ে শিক্ষা নিয়ে কাজ করা স্থানীয় অধিকারকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালালা। দেখা করেছেন তাঁরই প্রতিষ্ঠা করা মালালা ফান্ডের অংশীদারদের সঙ্গে। মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করে অলাভজন এই সংস্থা। ২০২২ সাল থেকে তানজানিয়ায় কার্যক্রম পরিচালনা করছে মালালা ফান্ড।
মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় জন্মগ্রহণ করেন। নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে বন্দুকধারীরা তাঁকে গুলি করে। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। নারীশিক্ষা নিয়ে কাজ করার জন্য মালালা সারা বিশ্বে ব্যাপক প্রশংসিত হন। তারই স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে শান্তিতে নোবেল পান তিনি।
নারীশিক্ষার পক্ষে কাজ করায় মালালার নামে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক দিবসও রয়েছে। ২০১৩ সালের ১২ জুলাই তাঁর ১৬তম জন্মদিনে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৭ সালে জাতিসংঘ তাঁকে শান্তির দূত হিসেবে নিয়োগ করে। এরই মধ্যে আত্মজীবনী লিখেছেন নোবেলজয়ী এই তরুণী। বইয়ের নাম আই অ্যাম মালালা: হাউ ওয়ান গার্ল স্টুড আপ ফর এডুকেশন অ্যান্ড চেঞ্জড দ্য ওয়ার্ল্ড। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বইটি।
তানজানিয়া সফরের মধ্যে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মালালা। তাতে তিনি দেশটি সফরকালে যে আনন্দ ও অনুপ্রেরণা পেয়েছেন, তা তুলে ধরেছেন। লিখেছেন, ‘আমি যখন পাকিস্তানে বেড়ে উঠছিলাম, স্কুলের শ্রেণিকক্ষ ছিল আমার সবচেয়ে পছন্দের স্থান। শিক্ষা আমাকে আশার আলো দেখিয়েছিল। যখন সেই অধিকার কেড়ে নেওয়া হলো, তখন বন্ধুদের সঙ্গে আমি তা ফিরে পাওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলাম। আজ আমি মেয়েদের সঙ্গে শ্রেণিকক্ষে আবার ফিরে এসেছি, যারা আমাকে স্কুলের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। স্মরণ করিয়ে দিয়েছে, এই লড়াইটা কেন প্রয়োজন।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ