চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকার ডাবল মার্ডারে নেতৃত্বদানকারী কুখ্যাত সন্ত্রাসী মো. মেহেদী হাসান প্রকাশ হাসানকে (৩৭) গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। 

নোয়াখালী জেলার হাতিয়া থানার অন্তর্গত নলের চরস্থ ভূমিহীন বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রবিবার (৪ মে) দুপুরে গণমাধ্যমকে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ। 

বাকলিয়া থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক জানান, বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলার প্রধান আসামি এবং হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী সশন্ত্র সন্ত্রাসী হাসানকে গ্রেপ্তার করতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। 

সর্বশেষ গত ২ মে রাতে নোয়াখালীর হাতিয়ায় এই আসামীর অবস্থান নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি তদন্ত মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এদিন রাত সোয়া ১১টার দিকে হাতিয়া থানার অন্তর্গত নলের চরস্থ ভূমিহীন বাজার এলাকা থেকে আসামি হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর সুবহান কন্ট্রাকটরের বাড়িস্থ মেহেদী হাসানের বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ডাবল মার্ডারে ব্যবহৃত ২টি ম্যাগাজিন, ২টি গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো.

আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। 

এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ জানায়, এই আসামির বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও হত্যা সংক্রান্তে মোট ১৪টি মামলা রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ড বল ম র ড র ব কল য়

এছাড়াও পড়ুন:

রাবিতে স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের আয়োজনে প্রথমবারের মতো “স্টুডেন্টস অ্যাচিভমেন্টস ফেয়ার–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দীন খান।

আরো পড়ুন:

ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাসিবুল হাসান তুর্য এবং দ্বিতীয় হন জাহিদ হাসান রানা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রায়ান ইস্তিয়াক এবং যৌথভাবে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ ইস্তিয়াক ও শারমিন জাহান সেতু।

দ্বিতীয় পর্বে ‘শরণার্থী সংকট নিরসন নিয়ে ভাবনা: উত্তর-উপনিবেশবাদ প্রেক্ষিতে রোহিঙ্গাদের দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ড. শরিফুল ইসলাম।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ