পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার পরিচিতি সভা
Published: 4th, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ এশা সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাশীলস্থ দলীয় কার্যালয়ে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সভাপতি মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহম্মদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার উপদেষ্টা আলহাজ¦ আতিকুর রহমান (নান্নু মুন্সি) কামাল হোসেন, হাজী মোহাম্মদ বাচ্চু মিয়া, কার্যকরী সভাপতি আলহাজ¦ সাইজুদ্দিন মাদবর, সহ-সভাপতি হাজী অকিল উজ্জামান, হাজী আহম্মদ হোসেন, শামীম আহম্মদ প্রধান, জহিরুল ইসলাম (রনি মুন্সি), যুগ্ম-সম্পাদক হাজী রিপন কাজী, রাশেদ ভূইয়া ইফরান, জুয়েল আবেদীন, স্বপন কাজী, সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী জালাল আহম্মদ, প্রচার সম্পাদক হাজী আওলাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক সেলিম ভূইয়া, দপ্তর সম্পাদক শাহ আলী প্রধান স্বপন, কার্যকারী সদস্য হাজী সিরাজ মিয়া, নজরুল ইসলাম, ফারুক হোসেন, হাজী আলী হোসেন, হাজী আব্দুল খালেক ও ফোরকান মিয়া প্রমূখ।
এসময় সভাপতির বক্তব্য মোহাম্মদ ফজলুল হক বলেন, একে অপরের সহযোগি হয়ে সবাইকে সংগঠনের জন্য কাজ করতে হবে।
কার কোন পদ সেটা বড় কথা না, আমি সংগঠনের জন্য কাজ করতে পারবো কি না সেটাই বড় কথা।
কাজ করার জন্য কোন পদ পদবী দরকার হয় না, সংগঠনের সদস্য হয়েও কাজ করা যায়।
তিনি আরো বলেন, আমরা যারা এই সংগঠনে আছি কে কোন পদে আছি এটা বড় কথা না,আমরা সবাই এক। আমরা সবাই সবার সহযোগি এই মনোভাব নিয়ে আমরা এই সংগঠন পরিচালনা করবো।
এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটর্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা শাখার সাধারণ সম্পাদক রাজীব আহম্মদ বলেন, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যে আমার দায়ীত্ব সঠিক ভাবে পালন করতে পারি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ র জন য স গঠন
এছাড়াও পড়ুন:
লাকী আক্তারসহ বিশিষ্টজনদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি সিপিবির
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রী লাকী আক্তারসহ বিশিষ্টজনদের নামে শাহবাগ থানায় করা হয়রানিমূলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। আজ রোববার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং কৃষক সমিতির সংগঠক লাকী আক্তারকে রাজনৈতিকভাবে হেয় করতেই তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। নেতারা বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি গোষ্ঠী দেশের গণতান্ত্রিক অর্জনকে ভূলুণ্ঠিত করতে নানা অপকৌশল অবলম্বন করছে। মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তি প্রগতিশীল রাজনীতিক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের হয়রানি করতে মিথ্যা মামলা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সময় লাকী আক্তার রাজপথে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন। অথচ সেই সময়কে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা মামলা করা হয়েছে। সেখানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদসহ আরও অনেক নিরপরাধ ব্যক্তিকেও আসামি করা হয়েছে। সিপিবি নেতারা আরও বলেন, এটি একটি গভীর ষড়যন্ত্র এবং প্রকৃত অপরাধীদের আড়াল করে বিচারের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
সিপিবির দাবি, লাকী আক্তার বা অভিযুক্ত অন্যদের এ ধরনের ঘটনায় যুক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। নেতারা অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের আহ্বান জানান। তাঁরা বলেন, অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।
সিপিবি নেতাদের বিবৃতিতে বলা হয়, ‘একই ধরনের হয়রানিমূলক মামলা আরও অনেক রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও হয়েছে, যাঁরা প্রকৃত হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। এসব মামলা প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে এবং বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে হবে এবং একাত্তরের গণহত্যাকারীদের বিচার ও গণআদালতের চেতনা অব্যাহত রাখতে হবে। সিপিবি নেতারা গণআদালত, গণজাগরণ মঞ্চ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য না করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সব হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।