সব ডোজ টিকা পায়নি দেশের ১৮ শতাংশ শিশু
Published: 4th, May 2025 GMT
দেশের সব শিশু সময়মতো টিকা পায় না। সরকারি ও ইউনিসেফের হিসাব বলছে, এক বছরের কম বয়সী ১৮ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়নি। অন্যদিকে দেশের সব জেলার শিশুরা সমান হারে টিকা পায় না। টিকা পাওয়ার হার সবচেয়ে কম ঢাকা জেলার শিশুদের।
আজ রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য দেওয়া হয়। ‘বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৫’ উদ্যাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির পরিচালক আবদুল্লাহ মুরাদ বলেন, সব শিশু টিকার আওতায় না আসার কিছু কারণ আছে। প্রথমত মাঠপর্যায়ে জনবল কম আছে। এ ছাড়া মাঝেমধ্যে নিরবচ্ছিন্ন টিকা সরবরাহে ব্যাঘাত ঘটে।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে স্বাস্থ্য খাতে সফল কর্মসূচির একটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। এই কর্মসূচি শুরু হয়েছিল ১৯৭৯ সালের ৭ এপ্রিল। ১৯৮৫ সালে ইপিআইয়ের আওতায় দুই শতাংশের কম শিশু ছিল। এখন তা ৮২ শতাংশ। ইপিআইতে এখন ১১টি টিকা দেওয়া হয়। ইপিআইয়ের সর্বশেষ মূল্যায়ন হয় ২০২৩ সালে। আজকের অনুষ্ঠানে সেই মূল্যায়নের তথ্য দেওয়া হয়। অনুষ্ঠানে বলা হয়, ২০২৫ সালের টিকাদান পরিস্থিতির মূল্যায়ন চলছে। দু–এক মাসের মধ্যে ফলাফল জানা যাবে।
মূল উপস্থাপনায় ইউনিসেফের টিকা বিশেষজ্ঞ লি শান্তা বলেন, দেশে এক বছরের কম বয়সী ৮১ দশমিক ৬ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়। অর্থাৎ ওই বয়সে যতগুলো টিকা পাওয়ার কথা সব টিকা তারা পায় (এর মধ্যে আছে: বিসিজি, পেন্টা, ওপিভি, পিসিভি, আইপিভি, এমআর)। টিকা পাওয়ার হার শহরের চেয়ে গ্রামে বেশি। গ্রামের ৮৪ দশমিক ৬ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়, শহরে পায় ৭৯ শতাংশ শিশু।
শিশুদের টিকা পাওয়ার বিভাগ ও জেলা পর্যায়ের তথ্যও দেন ইউনিসেফের ওই কর্মকর্তা। তাতে দেখা যায়, টিকার আওতায় থাকা শিশুদের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, সবচেয়ে কম ঢাকা বিভাগে। বরিশাল ও ঢাকা বিভাগে এই হার যথাক্রমে ৮৯ শতাংশ ও ৭৬ দশমিক ৫ শতাংশ।
দেশের জেলাগুলোর মধ্যে কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি ভোলা জেলায়। এই জেলার ৯২ দশমিক ২ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়। আর সবচেয়ে কম হারে টিকা পায় ঢাকা জেলার শিশুরা (ঢাকার দুই সিটি করপোরেশন এই হিসাবের বাইরে)। ঢাকা জেলার ৬৭ দশমিক ৪ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়।
এক বছরের কম বয়সী শিশুদের পূর্ণ ডোজ টিকা পাওয়ার ক্ষেত্রে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকার পরিস্থিতিও অনুষ্ঠানে তুলে ধরা হয়। তাতে দেখা যায়, রাজশাহী সিটি করপোরেশনের অবস্থা সবচেয়ে ভালো। এখানে ৯৩ দশমিক ৪ শতাংশ শিশু পূর্ণ ডোজ টিকা পায়। অবস্থা সবচেয়ে খারাপ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। এখানে পূর্ণ ডোজ টিকার আওতায় আসা শিশু ৭৩ দশমিক ৭ শতাংশ।
ইউনিসেফের কর্মকর্তা লি শান্তা বলেন, টিকার জন্য এক ডলার বিনিয়োগ করলে ২৫ দশমিক ৪ ডলার ফেরত পাওয়া যায়। এর অর্থ হচ্ছে, টিকা না নিলে শিশুরা রোগে আক্রান্ত হয়। সেই রোগ নিরাময়ে ওই পরিমাণ অর্থ ব্যয় হয়ে যায়।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার সিভিল সার্জনরা তাঁদের কাজের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। নারায়ণগঞ্জের সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান বলেন, পূর্ণ ডোজ টিকা না পাওয়া শিশুদের বিষয়ে মূল্যায়ন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতি ও সঞ্চালক স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের মতো সুবিন্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের কম দেশেই আছে। তবে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি আছে। সমন্বয়ের ঘাটতি দূর হলে আরও বেশি হারে শিশু টিকার আওতায় আসবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট ক র আওত য় ইউন স ফ র অন ষ ঠ ন র সবচ য় দশম ক
এছাড়াও পড়ুন:
রাশিয়ার সঙ্গে যেকোনো সময় যুদ্ধবিরতি: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ আহ্বান জানান।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চাপ না বাড়ানো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত শেষ করতে কোনো বাস্তব পদক্ষেপ নেবেন না।
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, রাশিয়া চাপ প্রয়োগ ছাড়া যুদ্ধ শেষ করার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার উপেক্ষা করার আজ ৫৪তম দিন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে কোনো মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব। সেটা আজ থেকেও হতে পারে। আর এই যুদ্ধবিরতি অন্তত ৩০ দিন চলা উচিত, যাতে কূটনীতির জন্য প্রকৃত সুযোগ তৈরি হয়।’
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ থেকে ১০ মে পর্যন্ত ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
জেলেনস্কি বলেন, এ ধরনের পদক্ষেপ অর্থহীন। তিনি গত মার্চ মাসে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ৯ মে বিজয় দিবসের প্যারেডে ট্যাংকের প্রদর্শনী না করে পুতিনের উচিত ছিল, কীভাবে এই যুদ্ধ বাস্তবভাবে শেষ করা যায়, তা নিয়ে চিন্তা করা।
জেলেনস্কি বলেন, তিনটি বিষয় জরুরি। প্রথমত রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা, দ্বিতীয়ত ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা এবং তৃতীয়ত ইউরোপজুড়ে উল্লেখযোগ্য হারে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি।