মোজাম্মেল হককে আহ্বায়ক ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার ২১তম সম্মেলন শেষে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সত্যেন বোস পাঠাগারে ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। কাউন্সিল শেষে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাদেকুল ইসলাম।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যরা সদস্য পদে আছেন। তাঁরা হলেন মতিয়ার রহমান, রাজেকুজ্জামান জুয়েল, আহমেদ আরাফ, আসাদুজ্জামান আসাদ, মো.

ইহ্তেশাম মুহিব, ইয়াসির আরাফাত, তফসিরুল্লাহ, তাজবির আহমেদ ও হৃদয় হাওলাদার।

কাউন্সিলে ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। এসব লড়াইয়ে সংগঠন হিসেবে ছাত্র ফ্রন্ট শিক্ষার্থীদের সব গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছিল। বিভিন্ন বিভাগে বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিলের আন্দোলন, ধর্ষণ-নিপীড়নবিরোধী আন্দোলন, ‘গুজরাটের কসাইখ্যাত’ নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা আইনবিরোধী আন্দোলন, গণরুম-গেস্টরুমে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন বিষয়ে ছাত্র ফ্রন্ট সোচ্চার ছিল। ২০২৪ সালের ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এই সংগঠন কর্মসূচিতে ভূমিকা রাখে। জাতীয় শিক্ষাক্রম বাতিল আন্দোলনে সংগঠনের ভূমিকা অনবদ্য।

সালমান আরও বলেন, গত বছর কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন, যা পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়, এতেও ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবাদ, আছিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আন্দোলন, আদিবাসী শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদ, সীমান্ত হত্যা বন্ধের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে ছাত্র ফ্রন্ট তার কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত র ফ রন ট র স গঠন

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ, সিজিপিএ ২.৫০ লাগবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫-২৬ সেশনে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য

১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

২. ভর্তির আবেদন ফি ২০৮০ টাকা।

আবেদনের যোগ্যতা

১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

২. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৩ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে পৃথক পৃথকভাবে।

৩. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে কমপক্ষে জিপিএ–২ থাকতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে দেখুন।

৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাস গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগেদরকারি তথ্য

১. বিদেশি নাগরিকত্ব ও বিদেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী আবেদনকারীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, যদি তাঁর জিআরই বা জিএমএটি স্কোর ৭৫ শতাংশ বা তার বেশি হয়। তবে তাঁকে বোর্ডে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।

২. সব বিদেশি সার্টিফিকেট/ডিগ্রির (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ব্যতীত) সমতা আইবিএর সমতা কমিটি দ্বারা নির্ধারিত হবে। এই সমতা ব্যতীত একজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।

৩. ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়—এমন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রিধারী আবেদনকারী আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার বিস্তারিত

১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা।

৪. ভর্তি পরীক্ষার স্থান: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ