ফাইল ছবি

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আম পাড়তে গিয়ে পড়ে কিশোরের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাহাটে গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলার কোদালিয়া গ্রামে প্রতিবেশীর গাছ থেকে আম পেড়ে দিতে গিয়ে পা ফসকে পড়ে যায় রাঙ্গা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত রাঙ্গা মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের  মহিদুল কাজীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে গাছে উঠেছিল রাঙ্গা। এ সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই রাঙ্গাকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ জেলা আ.লীগ নেতার মৃত্যু 

রূপগঞ্জে কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাটে মর্গে পাঠানো হয়েছে। 
 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ