গরমে চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় রেললাইন বেঁকে গেছে। প্রাথমিকভাবে সংস্কার করার পর ট্রেন চলাচল শুরু হলেও গতি কমানো হয়েছে। এখন চলাচল করছে ১০ কিলোমিটার গতিতে। আজ মঙ্গলবার বিকেলে রেললাইন বেঁকে যাওয়ার এ ঘটনা ঘটে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রেলওয়ে সূত্র বলছে, পৃথিবীর উপরিভাগে যত তাপমাত্রা থাকে, রেললাইনে তার চেয়ে ১০ বা ১২ ডিগ্রি বেশি তাপমাত্রা তৈরি হয়। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়টাতেই রেললাইন বেশি গরম হয়।
রেলওয়ে সূত্র জানায়, নগরের ষোলশহর ও আমিন জুট এলাকার মধ্যবর্তী অংশে আমিন জুট এলাকায় গরমে প্রায় ২০০ মিটার রেললাইন বেঁকে যায়। বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন সংস্কারের কাজ শুরু করেন। তবে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে প্রাথমিক সংস্কারের কাজ শেষ হয়। তবে কাল বুধবার পুরোপুরি সংস্কার করা হবে। রেললাইন বেঁকে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম নগরগামী শাটল ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল।
রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (চট্টগ্রাম) এ বি এম কামরুজ্জামান আজ বিকেল সাড়ে ৫টায় প্রথম আলোকে বলেন, প্রচণ্ড গরমে রেললাইন বেঁকে গেছে। তবে প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। এখন আপাতত গতি কমিয়ে ট্রেন চলাচল করতে বলা হয়েছে।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, রেললাইন বেঁকে যাওয়ার খবর পেয়ে তা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়। পরে তা সংস্কার করা হয়েছে। এখন ট্রেন চলাচলও স্বাভাবিক আছে। তবে এই পথ দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়। রেললাইন বেঁকে যাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরগামী বিকেল পৌনে ৫টার ট্রেন ৫টায় ছেড়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স স ক র কর র লওয়
এছাড়াও পড়ুন:
প্রতিমা বিসর্জনের নৌকা থেকে আত্রাই নদে পড়ে কিশোর নিখোঁজ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদের মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা প্রথম আলোকে বলেন, নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।