এই অভিযোগের ফলে ব্যক্তিগত জীবনে সম্মানহানি হয়েছে: শামীম হাসান সরকার
Published: 7th, May 2025 GMT
অভিনেত্রী প্রিয়াঙ্কাকে মারধর ও ধর্ষণের হুমকি পুরোপুরি মিথ্যা অভিযোগ বলে রাইজিংবিডিকে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তবে এই অভিযোগ তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান এই অভিনেতা।
এর আগে, মঙ্গলবার (৬ মে) বিকেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন, “শুটিংয়ের সময় শামীম হাসান সরকার আমার গায়ে হাত তুলেছেন। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।” ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরো দাবি করেন— শামীম হাসান গাঁজা খেয়ে শুটিং করেন।
প্রিয়াঙ্কার এই অভিযোগ আপনার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? এমন প্রশ্নের জবাবে শামীম হাসান বলেন, “ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলার মতো কিছু করিনি। তবে এই অভিযোগের ফলে মানহানি তো অবশ্যই হয়েছে। ব্যক্তিগত জীবনে সম্মানহানি হয়েছে।”
আরো পড়ুন:
অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, জবাব দিলেন শামীম
অহনার সেই ‘জানোয়ার’ প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম হাসান
নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে এই অভিনেতা বলেন, “আমার বাবা-মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন তারা জানেন আমি কেমন ছেলে। আমার যে ‘ওয়াইফ’ সেও আমার সম্পর্কে জেনে-বুঝেই বিয়ে করেছে এবং পাশে আছে। পরিবারের সবাই সাপোর্ট করছেন। আমার বাবা-মা, স্ত্রী কেউ-ই প্রশ্ন করেনি, এটা কেন করলে?”
এই অভিনেতা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন।
শামীম হাসান বলেন, “শুটিং করছি, সব নাটকের এখনো নাম চূড়ান্ত হয়নি। তিনটি নাটকের শুটিং শেষ করেছি, সামনে আরো চার-পাঁচটি নাটকের শুটিং করার কথা রয়েছে।”
ঢাকা/স্বরলিপি/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ন টক র শ ট
এছাড়াও পড়ুন:
আলোচনার জন্য মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিএনপির মহাসচিব বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে তুলেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে বিকেলে জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার বিষয়ে কথা বলেছেন। বিএনপির মহাসচিব দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে তাঁদের জানাবেন বলে জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদের সঙ্গে ওই প্রস্তাবের তফসিলে উল্লেখিত সনদের নানা অসংগতি রয়েছে জানিয়ে তাতে আপত্তি তুলেছে বিএনপি। এ ছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে, তা নিয়েও বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভিন্নতা রয়েছে।
বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে। অপর দিকে জামায়াতে ইসলামী চায়, আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গত রোববার উপদেষ্টা পরিষদের এক সভা থেকে বলা হয়, রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
বিএনপির স্থায়ী কমিটির সভাবিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের সভাপতিত্বে রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কিছু বিষয়ে নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ১৭ অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয় ধারণ করে বিএনপি। দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি। দলটি মনে করে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্যনতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।
অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তার আইনানুগ বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি।