এই অভিযোগের ফলে ব্যক্তিগত জীবনে সম্মানহানি হয়েছে: শামীম হাসান সরকার
Published: 7th, May 2025 GMT
অভিনেত্রী প্রিয়াঙ্কাকে মারধর ও ধর্ষণের হুমকি পুরোপুরি মিথ্যা অভিযোগ বলে রাইজিংবিডিকে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। তবে এই অভিযোগ তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান এই অভিনেতা।
এর আগে, মঙ্গলবার (৬ মে) বিকেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন, “শুটিংয়ের সময় শামীম হাসান সরকার আমার গায়ে হাত তুলেছেন। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন।” ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরো দাবি করেন— শামীম হাসান গাঁজা খেয়ে শুটিং করেন।
প্রিয়াঙ্কার এই অভিযোগ আপনার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? এমন প্রশ্নের জবাবে শামীম হাসান বলেন, “ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলার মতো কিছু করিনি। তবে এই অভিযোগের ফলে মানহানি তো অবশ্যই হয়েছে। ব্যক্তিগত জীবনে সম্মানহানি হয়েছে।”
আরো পড়ুন:
অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, জবাব দিলেন শামীম
অহনার সেই ‘জানোয়ার’ প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম হাসান
নিজের পরিবারের সদস্যদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে এই অভিনেতা বলেন, “আমার বাবা-মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন তারা জানেন আমি কেমন ছেলে। আমার যে ‘ওয়াইফ’ সেও আমার সম্পর্কে জেনে-বুঝেই বিয়ে করেছে এবং পাশে আছে। পরিবারের সবাই সাপোর্ট করছেন। আমার বাবা-মা, স্ত্রী কেউ-ই প্রশ্ন করেনি, এটা কেন করলে?”
এই অভিনেতা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একাধিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন।
শামীম হাসান বলেন, “শুটিং করছি, সব নাটকের এখনো নাম চূড়ান্ত হয়নি। তিনটি নাটকের শুটিং শেষ করেছি, সামনে আরো চার-পাঁচটি নাটকের শুটিং করার কথা রয়েছে।”
ঢাকা/স্বরলিপি/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক ন টক র শ ট
এছাড়াও পড়ুন:
মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। এর আগের প্রতিবেদনে বাংলাদেশ ছিল ১৩১তম।
মাথাপিছু আয়, শিক্ষা এবং জন্মের সময় প্রত্যাশিত গড় আয়– এই তিনটি প্রধান সূচকের ওপর ভিত্তি করে মূলত হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স বা মানব উন্নয়ন সূচক (এইচডিআই) গণনা করে থাকে ইউএনডিপি। এবারের তথ্য-উপাত্ত ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী তৈরি করা হয়েছে। এর আগে প্রতিবেদনটি ছিল ২০২২ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে।
ইউএনডিপির এবারের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৭ বছর। গড় স্কুল শিক্ষা ৬ দশমিক ৮ বছর। ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর মানব উন্নয়ন সূচকের প্রবৃদ্ধি হয়েছে গড়ে ১ দশমিক ৬৭ শতাংশ। তবে প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এখনও দরিদ্র ৪০ ভাগ মানুষের হাতে আছে মাত্র ২০ দশমিক ৪ শতাংশ আয়। ধনী ১০ ভাগ মানুষের কাছে আছে ২৭ দশমিক ৪ ভাগ আয়। সর্বোচ্চ ধনীদের ১ শতাংশের হাতে আছে ১৬ দশমিক ২ শতাংশ আয়।
প্রতিবেদনে থাকা দেশগুলোকে মানব উন্নয়নের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে– অতি উচ্চ, উচ্চ, মাঝারি ও নিম্ন পর্যায়ের মানব উন্নয়ন। মাঝারি মানব উন্নয়ন ক্যাটেগরিতে রয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতও এবার বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৩০তম অবস্থানে আছে। এর আগের প্রতিবেদনে ভারত ছিল ১৩৩তম স্থানে।