দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা দাবি জানান।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- আউটসোর্সিং নীতিমালা ২০২৫ ঠিকাদার প্রথা বাতিল করা; মাসিক বেতন প্রদান ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার নির্ধারণ ও বাৎসরিক ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি করা; উৎসবভাতা, বৈশাখী ভাতা, অধিকাল ভাতা, চিকিৎসা ভাতা ও ঝুঁকি ভাতা প্রদান করা; ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ও বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি প্রদান করা; এবং চাকরিচ্যুতদের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান করা।

সংগঠনের নেতারা বলেন, সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করা উচিত।

তারা অভিযোগ করেন, করোনাকালে দৈনিক ভিত্তিক নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে সেবা দিয়েছেন। লকডাউনের সময় বিদ্যুৎ, পানি, গ্যাসসহ সরকারি হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবুও করোনা পরবর্তী সময়ে সরকারি প্রণোদনা থেকে তারা বঞ্চিত হয়েছেন।

তারা জানান, বিগত সরকারের শাসনামলে দীর্ঘ ১৫-২০ বছর ধরে তারা বিভিন্নভাবে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন এবং বৈষম্যের শিকার হয়ে আসছেন। ৫ আগস্টের পর ড.

ইউনুসের নেতৃত্বে অন্তর্ব সরকার দায়িত্ব গ্রহণ করে এবং শ্রম সংস্কার কমিশন গঠন করে। গত ২১ এপ্রিল কমিশন প্রধান উপদেষ্টা বরাবর সংস্কার প্রস্তাব জমা দিলেও এর আগেই ১৫ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা-৩ থেকে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা প্রকাশ করা হয়।

নেতারা জানান, এই নতুন নীতিমালায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের পূর্বের নীতিমালায় প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, যা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

নয় মাসে ন্যাশনাল হাউজিংয়ে মুনাফা বেড়েছে ১২ শতাংশ

‎পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য নয় মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১২ শতাংশ।

রবিবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিআইসিএমের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

লাভেলোর প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১২ শতাংশ

‎এর আগে শনিবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩১ টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.২৭ টাকা বা ৮৭ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯১ টাকা। সেই হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১১ টাকা বা ১২ শতাংশ।

‎২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৮ টাকা।
 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে
  • নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন কমিশনের সুপারিশ
  • ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
  • নয় মাসে সেনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪১.২৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ অক্টোবর ২০২৫)
  • ৯ মাসে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে
  • সুপারশিয়ার ভূমিকম্প কী, কীভাবে ধ্বংসযজ্ঞ চালায়
  • ঢাকা কলেজে একাদশে বিশেষ কোটায় ভর্তির সুযোগ, শিথিল হবে জিপিএ শর্ত
  • আজ টিভিতে যা দেখবেন (২০ অক্টোবর ২০২৫)
  • নয় মাসে ন্যাশনাল হাউজিংয়ে মুনাফা বেড়েছে ১২ শতাংশ