দেশের বাজারে নতুন ছয়টি মডেলের মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ২৪ই২এন১১০০, ২৫এম২এন৩২০০, ২৭ই২এন১৫০০, ২২২বি৯টিএ, ৩৪বি২ইউ৬৬০৩সিএইচ ও ২৭এম২এন৮৫০০ মডেলের মনিটরগুলোয় উন্নত ডিসপ্লে প্রযুক্তি, উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স টাইম ও আধুনিক কানেকটিভিটি সুবিধা রয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিউডিওএলইডি, আইপিএস এবং ভিএ প্যানেলযুক্ত মনিটরগুলো ২কে কিউএইচডি ও ৪কে আলট্রা এইচডি রেজল্যুশন সমর্থন করে। ইউএসবি-সি পোর্ট, আরজে৪৫ ল্যান, স্মার্ট কেভিএম সুইচ, ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও স্পিকারও রয়েছে মনিটরগুলোতে। ফলে স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি পেশাগত বিভিন্ন কাজ দ্রুত করা সম্ভব।

মনিটরগুলোর দাম মডেলভেদে যথাক্রমে ১৭ হাজার ৫০০ টাকা, ২৬ হাজার টাকা, ২৭ হাজার ৫০০ টাকা, ৪০ হাজার টাকা, ১ লাখ ৫ হাজার টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা। সব কটি মডেলের মনিটরেই তিন বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজস্থান ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। পাকিস্তানের দিক থেকে যেকোনো উত্তেজনার জন্য স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকায় সবপুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সাথে  এক হাজার ৩৭ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়া রাজস্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী উচ্চ সতর্কতা জারি করেছে। পশ্চিমাঞ্চলীয় সেক্টরে আকাশে যুদ্ধবিমান টহল দেওয়ার কারণে যোধপুর, কিষাণগড় এবং বিকানের বিমানবন্দর থেকে ৯ মে পর্যন্ত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সুখোই-৩০ এমকেআই জেট বিমান গঙ্গানগর থেকে কচ্ছের রণ পর্যন্ত বিমান টহল দিচ্ছে। বিকানের, শ্রী গঙ্গানগর, জয়সলমীর এবং বারমের জেলার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ এবং রেল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

সীমান্ত গ্রামগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সীমান্তের কাছে ড্রোনবিরোধী ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে। জয়সলমীর এবং যোধপুরে, মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত ব্ল্যাকআউটের নির্দেশ জারি করা হয়েছে। ব্ল্যাকআউট উন্নত উচ্চগতির বিমানের জন্য সমস্যা তৈরি করে, যার ফলে শত্রু পাইলটদের আক্রমণ করা কঠিন হয়ে পড়ে।

পাঞ্জাবে সব পুলিশ কর্মীর ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাবেশ সীমিত করা হয়েছে। সীমান্তে উত্তেজনার কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সব সরকারি কর্মসূচি বাতিল করেছেন।

প্রসঙ্গত,  পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ