বাংলাদেশে মাইক্রোসফট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা
Published: 7th, May 2025 GMT
অলিম্পিয়াড আদলে জাতীয় পর্যায়ে ১০ মে থেকে প্রথমবার মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের সূচনা (এমওএস) হবে। রাজধানীর বিশ্ববিদ্যালয়ে তিন ক্যাটেগরিতে প্রতিযোগিতা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বিজনেস প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে প্রতিযোগিতার তালিকায়।
প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। চলছে গ্রুমিং পর্ব। বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ তিন জনকে বিজয়ী করা হবে। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে সেরা ১০ জনকে।
জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সনদ পাওয়ার সুযোগ। অন্যদিকে, এলএস (লং লিস্টেড) প্রতিযোগীর মধ্য থেকে সেরা তিন জন জায়গা পাবে গালা রাউন্ডে। তার আগে হবে বিশেষ গ্রুমিং পর্ব। চূড়ান্ত বিজয়ীরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে। পুরস্কার হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র সফর ও ২০ লাখ টাকা প্রাইজমানি । বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর পাবেন যথাক্রমে আট হাজার, চার হাজার ও দুই হাজার ডলার।
ব্যক্তিগত ইমেইল ও ফোন নম্বর দিয়ে ক্যারিয়ার গঠনের ভার্চুয়াল প্লাটফর্ম ভি-টিউটরের ওয়েবে নিবন্ধন করে বাংলাদেশের ১৩ থেকে ২২ বছর বয়সী সব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ থাকলেও নিবন্ধন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় রাউন্ড শেষ হবে ২১ মে। জাতীয় রাউন্ড হবে ২৩ মে। চূড়ান্ত পর্ব হবে ২৪ মে।
বুধবার সকালে প্রতিযোগিতার বিস্তারিত উপস্থাপন করেন ভি টিউটরের সহপ্রতিষ্ঠাতা ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (এমডিপি) চেয়ারম্যান ড.
তরুণ প্রজন্মকে এমন উদ্যোগের মাধ্যমে ডিজিটাল দক্ষতায় পারদর্শী ও বৈশ্বিক মানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির বলেন, তরুণদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভবিষ্যতে শিক্ষাগত যোগ্যতার তুলনায় দক্ষতাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। এআই প্রযুক্তির মতো ভবিষ্যতমুখী সফটস্কিল রপ্ত করতে হবে। আমরা মন্ত্রণালয় থেকে সব সময় এমন উদ্যোগের পাশে থাকব। ভবিষ্যতে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার জন্য তরুণদের বৈশ্বিক স্বীকৃতি অর্জনে ডিজিটাল দক্ষতায় প্রস্তুত ও সার্টিফাইড করা প্রয়োজন,যা বাংলাদেশের তরুণ সমাজকে গ্লোবাল আইটি প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রেদোয়ান হক বলেন, ৩৭তম বিসিএসে এত বেশি সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়, যা ব্রুনাইয়ের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। এমন প্রবণতা আমাদের জনশক্তিকে অকার্যকর করে তুলছে। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদের, বদলাতে হবে চিন্তাধারা।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের ডিন ড. ওয়াসিফ রেজা বলেন, দেশের শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগ দৃশ্যমান পরিবর্তন আনবে। তরুণদের প্রযুক্তি খাতে সুদক্ষ করে গড়ে তোলার পথে বিশেষ ভূমিকা রাখবে।
মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কাজী মোহাম্মদ মোহিউদ্দিন বলেন, বর্তমান পৃথিবীতে শুধু জ্ঞান নয়, দক্ষতা বা স্কিলস সমান গুরুত্বপূর্ণ। কারণ, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
চিফ ইয়ুথ অ্যাডভাইজার কাজী মুস্তাক জহির বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বড়দের জন্য ৫০ হাজার ও ছোটদের জন্য দুই লাখের বেশি প্রযুক্তিভিত্তিক ইভেন্ট আয়োজন করেছে। তরুণরাই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তারাই আগামী দিনের প্রযুক্তিগত বিপ্লব ঘটাবে। যার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট ইউন ভ র স ট য় পর য য় র জন য
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরের ম্যারিনেট গাজা জলসীমা থেকে কত দূরে
দ্য ম্যারিনেট। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের নৌযান। নৌযানটি এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখী যাত্রা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার আল-জাজিরার অনলাইনে এই তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, একমাত্র দ্য ম্যারিনেটকেই এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। বহরের বাকি নৌযানগুলোকে তারা ইতিমধ্যে আটক করেছে।
দ্য ম্যারিনেট পোল্যান্ডের পতাকাবাহী নৌযান। তবে নৌযানটির মালিকের বিষয়ে নিশ্চিত তথ্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়, দেখুন লাইভ ট্র্যাকারেনৌযানটিতে ছয়জন আরোহী আছেন। এই আরোহীদের মধ্যে একজন তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু। তিনি আজ নৌযানটি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।’
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আজ ভোরের দিকে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছিল ম্যারিনেট। এ সময় সূর্যোদয় হচ্ছিল।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, ভোর ৪টার দিকে ম্যারিনেটের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭৮ নট। (ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার)। নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল।
আরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী১৩ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই ম্যারিনেটকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নৌযানটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। তবে তা ঠিক করা হয়েছে। নৌযানটি গাজা অভিমুখে চলছে।
ফ্লোটিলা আয়োজকেরা জানিয়েছেন, বহরের ৪২টি নৌযানকে অবৈধভাবে আটকানো হয়েছে। আরোহীদের আটক হয়েছে। তবে তা সত্ত্বেও ম্যারিনেট পিছু হটছে না।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৯ ঘণ্টা আগেআরও পড়ুনইসরায়েল ‘জলদস্যুর কাজ’ করেছে: এরদোয়ান১৪ ঘণ্টা আগেগ্লোবাল সুমুদ ফ্লোটিলা বলেছে, ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়, ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।
ম্যারিনেট নৌযান এখনো স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত আছে বলে জানিয়েছে ফ্লোটিলা আয়োজকেরা।
আরও পড়ুনসুমুদ ফ্লোটিলার আটক অধিকারকর্মীরা ২ ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছতে পারেন২০ ঘণ্টা আগে