পোপ নির্বাচন: একটি চিমনির ওপর কোটি চোখ
Published: 7th, May 2025 GMT
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্সে চলছে পোপ নির্বাচনের গোপন ভোট। ক্যাথিলিক খ্রিষ্টান কার্ডিনালরা ভোটাভুটির মাধ্যমে একজনকে বাছাই করলে সেই তথ্য উপস্থিত উৎসুক ক্যাথলিক খ্রিষ্টানদের জানাতে দুটি চিমনি ব্যবহার করা হয়। একটি দিয়ে সাদা ধোঁয়া, অন্যটি দিয়ে কালো ধোঁয়া বের হয়। যদি সাদা ধোঁয়া বের হয়, তাহলে বোঝা যাবে পোপ নির্বাচন করতে সক্ষম হয়েছেন কার্ডিনালরা।
সাদা ধোঁয়ার সংকেত দেওয়ার পর নতুন পোপের নাম ঘোষণা করা হয়। দুটি চূড়ান্ত প্রক্রিয়ার সাক্ষী হতে ভ্যাটিকান সিটিতে ভিড় করেছে হাজার হাজার মানুষ। সবাই অপেক্ষা করছেন প্রথম ব্যালটের ফলাফলের জন্য।
পোপ নির্বাচনে প্রার্থিতা করা কার্ডিনালদের নামে গোপন ব্যালটে ভোট হয়। প্রথম ব্যালটের ভোটে যদি একজনই সর্বোচ্চ সংখ্যাক কার্ডিনালের ভোট পেয়ে যান, তাহলে চিমনিতে সাদা ধোঁয়া ছেড়ে তা ক্যাথলিক বিশ্বাসীদের জানিয়ে দেওয়া হয়। তবে সাধারণত, প্রথম ব্যালটে সমাধান আসে না।
এই প্রক্রিয়াটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পোপ হলেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু। পবিত্র বাইবেলের বাণী মেনে চলার পাশাপাশি পোপের আদেশ-উপদেশও মেনে চলার প্রথা রয়েছে ক্যাথলিক বিশ্বাসীদের মধ্যে। ফলে পোপ নির্বাচিত হওয়ার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে কোটি কোটি চোখ তাকিয়ে রয়েছে একটি চিমনির ওপর। সবার অপেক্ষা, কখন সাদা ধোঁয়া বের হবে।
২১ এপ্রিল মারা যান পোপ ফ্রান্সিস। সংস্কার ও সংশোধনবাদী পোপ ফ্রান্সিস ক্যাথলিকদের মধ্যে তুমুল জনপ্রিয় ছিলেন। আজ তার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া চলছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন
হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। তবে এ বিষয়ে ২৮ আগস্ট জারি করা সুপ্রিম কোর্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরকার এক তথ্য বিবরণীতে বিজ্ঞপ্তির আংশিক সংশোধনের বিষয়টি জানায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন যৌথভাবে ডিভিশন বেঞ্চে বসবেন। তারা হাইকোর্টের মূল ভবনের ২৩ নম্বর কক্ষে নির্ধারিত তারিখে বেলা ১১টা ৪০ থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি গ্রহণ করবেন।
এ সময়ে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংশ্লিষ্ট মামলা, জরুরি ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল ও জামিন সংক্রান্ত আবেদনপত্র, জেল আপিল, রিভিশন এবং অন্যান্য ফৌজদারি বিবিধ মামলার শুনানি হবে। এছাড়া, বেঞ্চে স্থানান্তরিত বিষয়গুলোতেও শুনানি ও আদেশ দেওয়া হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিএই