তক্ষশীলা–টার্ন টেবিল–তোরখাম সীমান্ত–রকেটসান কী, জেনে নিন বিস্তারিত
Published: 8th, May 2025 GMT
১. পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান—
ক. পাহাড়ি শান্তি মিশন
খ. অপারেশন উত্তরণ
গ. অপারেশন দলবদ্ধ বাহিনী
ঘ. অপারেশন দাবানল
উত্তর: খ. অপারেশন উত্তরণ
২. ‘দ্রুজ’ সম্প্রদায়ের মূল আবাসভূমি কোন অঞ্চলে?
ক.
খ. পাকিস্তান, আফগানিস্তান
গ. ইরান, তুর্কমেনিস্তান
ঘ. নেপাল, ভারত
উত্তর: ক. সিরিয়া, লেবানন
৩. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ বর্তমানে কোন দেশের অংশ?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. পাকিস্তান
উত্তর: ঘ. পাকিস্তান
৪. ‘নাগরীলিপি’ মূলত কোন এলাকার প্রচলিত ভাষার লিখিত রূপ?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রংপুর
ঘ. খুলনা
উত্তর: ক. সিলেট
৫. প্রতিবছর বিশ্বব্যাপী ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়—
ক. ৩ এপ্রিল
খ. ৩ মে
গ. ৭ মে
ঘ. ২ আগস্ট
উত্তর: খ. ৩ মে
৬. কুমিল্লা জেলার মোট কয়টি পণ্য ‘জিআই পণ্য’–এর স্বীকৃতি পেয়েছে?
ক. ১টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তর: গ. ২টি (রসমালাই ও খাদি)
৭. সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট লাভ করেছেন—
ক. রবীন্দ্র জাদেজা
খ. শাদাব খান
গ. মেহেদী হাসান মিরাজ
ঘ. গ্লেন ফিলিপস
উত্তর: গ. মেহেদী হাসান মিরাজ (টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্যাপন করা দুজন খেলোয়াড়—ইয়ান বোথাম ও মেহেদী হাসান মিরাজ)
৮. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন?
ক. মালদ্বীপ
খ. শ্রীলঙ্কা
গ. ইউক্রেন
ঘ. রোমানিয়া
উত্তর: ক. মালদ্বীপ
৯. সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে?
ক. চীন
খ. ভারত
গ. নেপাল
ঘ. আফগানিস্তান
উত্তর: ক. চীন (তিব্বত মালভূমিতে মানস সরোবরের কাছে সিন্ধু নদের উৎপত্তি)
১০. বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)’ কোন দেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান?
ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. নরওয়ে
ঘ. ফ্রান্স
উত্তর: ঘ. ফ্রান্স (সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স)
১১. বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় ‘বজ্রপাত’ অন্তর্ভুক্ত করা হয়—
ক. ২০০৯ সালে
খ. ২০১৩ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: গ. ২০১৬ সালে
১২. রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশে ‘টার্ন টেবিল’ উদ্ভাবন করেন—
ক. প্রকৌশলী আবু নাসের
খ. প্রকৌশলী তাসরুজ্জামান বাবু
গ. প্রকৌশলী মোফাজ্জল হোসেন
ঘ. প্রকৌশলী আবদুল মান্নান
উত্তর: খ. প্রকৌশলী তাসরুজ্জামান বাবু
১৩. দেশে প্রথমবারের মতো কোন জেলার দুটি জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
ক. রাজশাহী
খ. সিরাজগঞ্জ
গ. সুনামগঞ্জ
ঘ. চাঁদপুর
উত্তর: ক. রাজশাহী (ঘোষণা করা অভয়ারণ্য দুটি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা এবং অন্যটি একই জেলার গোদাগাড়ী উপজেলার বিলভালা)
১৪. ‘মিগ’ যুদ্ধবিমান কোন দেশের তৈরি?
ক. ফ্রান্স
খ. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. জাপান
উত্তর: গ. রাশিয়া (রাফাল যুদ্ধবিমান: ফ্রান্স)
১৫. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. টোকিও, জাপান
খ. সিউল, দক্ষিণ কোরিয়া
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. বেইজিং, চীন
উত্তর: ঘ. বেইজিং, চীন
১৬. তোরখাম সীমান্তক্রসিং কোনো দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত–পাকিস্তান
খ. সিরিয়া–ইসরায়েল
গ. নেপাল–চীন
ঘ. পাকিস্তান–আফগানিস্তান
উত্তর: ঘ. পাকিস্তান–আফগানিস্তান
১৭. সম্প্রতি বাংলাদেশ থেকে সেনাসদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার
১৮. বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশগুলোর জন্যে কত সাল পর্যন্ত ওষুধের কপিরাইট আইন বা মেধাস্বত্বের ছাড়ের সুবিধা দিয়েছে?
ক. ২০২৮ সাল
খ. ২০৩৩ সাল
গ. ২০৩৫ সাল
ঘ. ২০৪০ সাল
উত্তর: খ. ২০৩৩ সাল
১৯. ‘রকেটসান’ কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. তুরষ্ক
ঘ. জার্মানি
উত্তর: গ. তুরস্ক
২০. বিরল খনিজ উৎপাদন ও মজুতে বিশ্বের শীর্ষ দেশ—
ক. ইউক্রেন
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর: ঘ. চীন
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ
ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পে দেশটির সেবু দ্বীপে অনেক ভবন ধসে পড়েছে। নিহত হয়েছেন অন্তত ২৬ জন। ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষের বসবাস। সেখানে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, শহরটিতে নিহত তিনজনের বাড়ি ভূমিধসে চাপা পড়েছে।
বোগো শহরের কাছে সান রেমিগিও পৌর এলাকায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তাবুয়েলানে এলাকায়ও একজন মারা গেছেন। সান রেমিগিও এলাকায় একটি খেলাধুলার স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য। এলাকাটির আরেক স্থানে ধ্বংসস্তূপে চাপা পড়ে এক শিশু মারা গেছে।
স্থানীয় উদ্ধার দলের কর্মকর্তা উইলসন রামোস এএফপিকে বলেন, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে। উদ্ধারকাজ চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন, তা জানেন না তিনি। রাতের আঁধার ও ভূমিকম্পের পর অনেকগুলো পরাঘাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।
ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। এতে সেবু শহর এবং কাছাকাছি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মধ্যরাতের পর সেবুসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছে ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে বানতাইয়ান শহরের বাসিন্দা ২৫ বছর বয়সী মারথাম প্যাসিলান। তিনি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি গির্জার কাছে ছিলেন তিনি। হঠাৎ গির্জার দিক থেকে বিকট শব্দ শুনতে পান। দেখেন গির্জা থেকে পাথর ভেঙে পড়ছে।
তবে সৌভাগ্যবশত কেউ আঘাত পাননি। মারথাম প্যাসিলান বলেন, ‘আমি একই সঙ্গে হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। শরীর নাড়াতে পারছিলাম না। কেবল কম্পন থামার অপেক্ষায় ছিলাম।’