১. পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান—
ক. পাহাড়ি শান্তি মিশন
খ. অপারেশন উত্তরণ
গ. অপারেশন দলবদ্ধ বাহিনী
ঘ. অপারেশন দাবানল
উত্তর: খ. অপারেশন উত্তরণ
২. ‘দ্রুজ’ সম্প্রদায়ের মূল আবাসভূমি কোন অঞ্চলে?
ক.

সিরিয়া, লেবানন
খ. পাকিস্তান, আফগানিস্তান
গ. ইরান, তুর্কমেনিস্তান
ঘ. নেপাল, ভারত
উত্তর: ক. সিরিয়া, লেবানন
৩. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত ‘তক্ষশীলা’ বর্তমানে কোন দেশের অংশ?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. পাকিস্তান
উত্তর: ঘ. পাকিস্তান

৪. ‘নাগরীলিপি’ মূলত কোন এলাকার প্রচলিত ভাষার লিখিত রূপ?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রংপুর
ঘ. খুলনা
উত্তর: ক. সিলেট

আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন২ ঘণ্টা আগে

৫. প্রতিবছর বিশ্বব্যাপী ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়—
ক. ৩ এপ্রিল
খ. ৩ মে
গ. ৭ মে
ঘ. ২ আগস্ট
উত্তর: খ. ৩ মে
৬. কুমিল্লা জেলার মোট কয়টি পণ্য ‘জিআই পণ্য’–এর  স্বীকৃতি পেয়েছে?
ক. ১টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তর: গ. ২টি (রসমালাই ও খাদি)
৭. সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট লাভ করেছেন—
ক. রবীন্দ্র জাদেজা
খ. শাদাব খান
গ. মেহেদী হাসান মিরাজ
ঘ. গ্লেন ফিলিপস
উত্তর: গ. মেহেদী হাসান মিরাজ (টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্‌যাপন করা দুজন খেলোয়াড়—ইয়ান বোথাম ও মেহেদী হাসান মিরাজ)

আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫

৮. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের ১৫ ঘণ্টার ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন?
ক. মালদ্বীপ
খ. শ্রীলঙ্কা
গ. ইউক্রেন
ঘ. রোমানিয়া
উত্তর: ক. মালদ্বীপ
৯. সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে?
ক. চীন
খ. ভারত
গ. নেপাল
ঘ. আফগানিস্তান
উত্তর: ক. চীন (তিব্বত মালভূমিতে মানস সরোবরের কাছে সিন্ধু নদের উৎপত্তি)
১০. বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)’ কোন দেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান?
ক. যুক্তরাজ্য
খ. জার্মানি
গ. নরওয়ে
ঘ. ফ্রান্স
উত্তর: ঘ. ফ্রান্স (সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স)

১১. বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় ‘বজ্রপাত’ অন্তর্ভুক্ত করা হয়—
ক. ২০০৯ সালে
খ. ২০১৩ সালে
গ. ২০১৬ সালে
ঘ. ২০১৯ সালে
উত্তর: গ. ২০১৬ সালে
১২. রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশে ‘টার্ন টেবিল’ উদ্ভাবন করেন—
ক. প্রকৌশলী আবু নাসের
খ. প্রকৌশলী তাসরুজ্জামান বাবু
গ. প্রকৌশলী মোফাজ্জল হোসেন
ঘ. প্রকৌশলী আবদুল মান্নান
উত্তর: খ. প্রকৌশলী তাসরুজ্জামান বাবু
১৩. দেশে প্রথমবারের মতো কোন জেলার দুটি জলাভূমিকে ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
ক. রাজশাহী
খ. সিরাজগঞ্জ
গ. সুনামগঞ্জ
ঘ. চাঁদপুর  
উত্তর: ক. রাজশাহী (ঘোষণা করা অভয়ারণ্য দুটি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা এবং অন্যটি একই জেলার গোদাগাড়ী উপজেলার বিলভালা)

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদনের সময় বৃদ্ধি, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন০১ মে ২০২৫

১৪. ‘মিগ’ যুদ্ধবিমান কোন দেশের তৈরি?
ক. ফ্রান্স
খ. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. জাপান
উত্তর: গ. রাশিয়া (রাফাল যুদ্ধবিমান: ফ্রান্স)
১৫. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. টোকিও, জাপান
খ. সিউল, দক্ষিণ কোরিয়া
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. বেইজিং, চীন
উত্তর: ঘ. বেইজিং, চীন
১৬. তোরখাম সীমান্তক্রসিং কোনো দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত–পাকিস্তান
খ. সিরিয়া–ইসরায়েল
গ. নেপাল–চীন
ঘ. পাকিস্তান–আফগানিস্তান
উত্তর: ঘ. পাকিস্তান–আফগানিস্তান
১৭. সম্প্রতি বাংলাদেশ থেকে সেনাসদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. কাতার
উত্তর: ঘ. কাতার

১৮. বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) স্বল্পোন্নত দেশগুলোর জন্যে কত সাল পর্যন্ত ওষুধের কপিরাইট আইন বা মেধাস্বত্বের ছাড়ের সুবিধা দিয়েছে?
ক. ২০২৮ সাল
খ. ২০৩৩ সাল
গ. ২০৩৫ সাল
ঘ. ২০৪০ সাল
উত্তর: খ. ২০৩৩ সাল
১৯. ‘রকেটসান’ কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. তুরষ্ক
ঘ. জার্মানি
উত্তর: গ. তুরস্ক
২০. বিরল খনিজ উৎপাদন ও মজুতে বিশ্বের শীর্ষ দেশ—
ক. ইউক্রেন
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর: ঘ. চীন

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

অ্যাপল ওয়াচের একটি মডেল থেকে প্রযুক্তি সমর্থন প্রত্যাহার করল অ্যাপল

সময় দেখার পাশাপাশি শখের বশে অনেকেই ‘অ্যাপল ওয়াচ’ স্মার্ট ঘড়ি ব্যবহার করেন। অ্যাপলের তৈরি এই স্মার্ট ঘড়ি সময় দেখার পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন তথ্যও জানাতে পারে। সম্প্রতি নিজেদের তৈরি অ্যাপল ওয়াচের পুরোনো একটি মডেল থেকে নিজেদের প্রযুক্তি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ১’ মডেলের স্মার্ট ঘড়িতে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা–সুবিধা ব্যবহার করা যাবে না। ফলে কারিগরি ত্রুটি হলে স্মার্ট ঘড়িটি মেরামত করা যাবে না।

অ্যাপল ওয়াচ সিরিজ ১ নামটি শুনে অনেকে একে অ্যাপলের প্রথম স্মার্ট ঘড়ি বলে ভাবতে পারেন। প্রকৃতপক্ষে এটি ছিল দ্বিতীয় প্রজন্মের স্মার্ট ঘড়ি, যা ২০১৬ সালে বাজারে আসে। এই মডেলে ব্যবহৃত হয়েছিল শক্তিশালী প্রসেসর, যা মূল অ্যাপল ওয়াচের তুলনায় কিছুটা দ্রুত কাজ করতে পারে। অ্যাপল ওয়াচ বাজারে আসে ২০১৫ সালে। এরপর ২০১৬ সালে একসঙ্গে উন্মোচিত হয় সিরিজ ১ ও সিরিজ ২ মডেলের অ্যাপল ওয়াচ। সিরিজ ২ মডেলের অ্যাপল ওয়াচ থেকে ২০২৪ সালের শুরুতে সমর্থন প্রত্যাহার করা হয়।

অ্যাপল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, যেসব পণ্য বিক্রির জন্য বাজারে আনার সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে, সেগুলোকে আমরা ‘অবসোলিট’ হিসেবে বিবেচনা করি। এসব পণ্যের কোনো যন্ত্রাংশ তৈরি করা হয় না এবং অনুমোদিত সার্ভিস সেন্টারগুলো পণ্যগুলোর জন্য খুচরা যন্ত্রাংশ অর্ডারও করতে পারে না।

অ্যাপলের দাবি, প্রতিটি যন্ত্র দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা হলেও নির্দিষ্ট সময় পর পুরোনো যন্ত্রগুলোর জন্য সফটওয়্যার ও যন্ত্রাংশের সমর্থন প্রত্যাহার করা হয়। অ্যাপলের নীতিমালা অনুযায়ী, যেসব যন্ত্র বাজারে আসার পর পাঁচ থেকে সাত বছরের মধ্যে বিক্রি বন্ধ হয়েছে, সেগুলো ‘ভিন্টেজ’ তালিকায় পড়ে। আর সাত বছর পেরিয়ে গেলে সেগুলোকে ‘অবসোলিট’ ঘোষণা করা হয়।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যাপল ওয়াচের একটি মডেল থেকে প্রযুক্তি সমর্থন প্রত্যাহার করল অ্যাপল