পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেন অনেকেই। বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে কমপক্ষে একজন সদস্যের নাম যুক্ত করা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতা তুলে নিতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। শিগগিরই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন একটি সুবিধা, যার মাধ্যমে সদস্যের নাম যুক্ত না করেই গ্রুপ তৈরি করা যাবে।

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে একাই একটি গ্রুপ খুলতে পারবেন। পরে প্রয়োজন অনুযায়ী ইনভাইট লিংক শেয়ার করে গ্রুপটিতে সদস্য যুক্ত করা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে সুবিধাটির কার্যক্রম পরখ করা হচ্ছে। শিগগিরই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া ঠেকাবেন যেভাবে০৫ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ২.

২৫.১৪.১২ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটির মাধ্যমে কোনো সদস্যের নাম যুক্ত ছাড়াই গ্রুপ তৈরি করা যাচ্ছে। পরে গ্রুপ লিংক পাঠিয়ে বা ম্যানুয়াল পদ্ধতিতে অন্যদের আমন্ত্রণ জানিয়ে গ্রুপের সদস্যসংখ্যা বাড়ানো সম্ভব।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপ গ্রুপে ইভেন্ট তৈরির উপায়০৪ জুলাই ২০২৪

নতুন এ সুবিধা চালু হলে গ্রুপ ব্যবহারের ধরন বদলে যেতে পারে। গ্রুপ শুধু একাধিক ব্যক্তির বার্তা আদান–প্রদানের মাধ্যম না থেকে হয়ে উঠতে পারে ব্যক্তিগত তথ্য, ছবি, নথি বা গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

সূত্র: নিউজ১৮

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ক ত কর সদস য

এছাড়াও পড়ুন:

সকল দল-মতের মানুষকে এক সুতায় গেঁথেছে পূজা পরিষদ

আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নারায়ণগঞ্জে দুর্গোৎসবকে সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দের সাথে নিয়মিত মতিবিনিময় করছেন, যা অতীতে কখনো দেখা যায়নি। তাই এবার নারায়ণগঞ্জে একটি উৎসবমুখর পূজার অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী।

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের উৎসব। উৎসবকে রাঙিয়ে তুলতে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রতিটি থানা এবং উপজেলার প্রতিটি পূজা মন্ডপের সকল সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিষদের নেতৃবৃন্দ।

দুর্গোৎসবের সফল আয়োজনে প্রতিবারের মতো এবারও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা করেছে পূজা উদযাপন পরিষদ। সেইসাথে পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নিয়েছে। প্রস্তুতি সবার রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সঙ্গেও।

তাছাড়া এবারই প্রথম আলাদা আলাদা ভাবে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রস্তুতি সভা করেছে পূজা উদযাপন পরিষদ। নারায়ণগঞ্জ জেলা বিএনপির এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাথে পৃথকভাবে মতবিনিময় সভা করেছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের কার্যালয়ে বসে দুর্গোৎসবের আয়োজনে প্রস্তুতি সভা করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

শারদীয় দুর্গোৎসবকে সফল করতে বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সাথে মতবিনিময় করেছে পূজা উদযাপন পরিষদ। মত বিনিময় করেছে বাংলাদেশ গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ শাখার নেতৃবৃন্দের সাথেও।

তাছাড়া পূজা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর যেমন ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নো পুলিশ, বাংলাদেশ আনসার, পল্লী বিদ্যুৎসহ সকলের সাথে সমন্বয় সাধন করছেন পূজা পরিষদের নেতৃবৃন্দ এটি উৎসবমুখর পূজা আয়োজনে কোনো ঘাটতি রাখছেন না তারা।

শারদীয় দুর্গোৎসবের আয়োজনে এভাবে সকল রাজনৈতিক দল ও মতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার বিষয়টি ইতিপূর্বে কখনো ঘটেনি। সকলের অংশগ্রহণে একটি সুন্দর উৎসব আয়োজন করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সকল দল-মত নেতৃবৃন্দকে এক সুতায় গেঁথে এনেছেন।

আর এর পুরো কৃতিত্ব পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের। নারায়ণগঞ্জবাসী এখন একটি উৎসবমুখর দুর্গা পূজা উদযাপনের ক্ষণ গুনছে।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সংকর কুমার দে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপজা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকলে মিলে একটি উৎসবমুখর দুর্গোৎসব আয়োজনে বদ্ধ পরিকর।

তবে বিশেষ করে বলতে হয় একজনের কথা, তিনি হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। একটি দলে ১১ জন খেলোয়াড়ের মধ্যে একজন ম্যারাডোনা বা মেসি থাকে যিনি সবার চেয়ে আলাদা পারফরম্যান্স দেখান।

তেমনি আমাদের পূজা উদযাপন পরিষদের মেসি হচ্ছেন শিখন সরকার। পুরো জেলা জুড়ে তার বিচরণ, যেখানে সমস্যা সেখানেই তিনি ছুটে যাচ্ছেন। আমরা সকলে মিলে একটি পরিবারের মত সনাতনীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা।
 

সম্পর্কিত নিবন্ধ