প্রায় ৬০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার ও নেটওয়ার্কিং ডে ২০২৫’। গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (সিজিপি অ্যান্ড এআর) কার্যালয়।

দিনব্যাপী আয়োজনে আইইউবির শিক্ষার্থীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ক্যারিয়ার বিষয়ে সরাসরি কথা বলার পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের জন্য জীবনবৃত্তান্ত জমা দেন এবং প্রশিক্ষণ সেশন ও ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নেন।

উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় আইইউবির মাল্টিপারপাস হলে। এতে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম.

তামিম এবং সহ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, জ্যেষ্ঠ শিক্ষক-কর্মকর্তা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের উদ্দেশে দিদার এ হোসেইন বলেন, ‘যা করতে ভালো লাগে, সেটা করো। অর্থ উপার্জনই শেষ কথা নয়। নিজের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, বুঝতে হবে তুমি কোথায় যাচ্ছ।...সিদ্ধান্ত নাও কোন কাজটা তুমি করতে চাও।’

উপাচার্য ম. তামিম বলেন, ‘পাস করার পর শিক্ষার্থীরা যেন একটা ভালো জায়গায় কাজের সুযোগ পায়, তা নিশ্চিত একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় দায়িত্ব। আইইউবিতে আমরা “ক্যারিয়ার ডে” –কে এমন একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখি, যেখানে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ তৈরি হয়। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা, যেন তারা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে পারে।’

মুনশি এইচআর সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আগে বুঝতে হবে তারা কী চায়, কী করতে ভালো লাগে। ক্যারিয়ার সব সময় সরল পথে চলে না। আমি কম্পিউটার সায়েন্স দিয়ে শুরু করেছিলাম, পরে এসে দেখি আমার ভালো লাগছে মানবসম্পদ। তাই বলি, নেটওয়ার্কিং এবং নিজেকে জানাটা খুব জরুরি।’

আইইউবির প্রাক্তন শিক্ষার্থী এবং এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা কাজী ইয়ামিন কবীর তুষার বলেন, ‘এখনকার চাকরির বাজারে বহু কাজ একসঙ্গে জানতে হয়, করতে হয়। শুধু ইঞ্জিনিয়ার বা কোডার হলেই হবে না, সবকিছুতেই কিছুটা দক্ষতা দরকার।’

এই আয়োজনে ব্যাংক ও আর্থিক খাতের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, বিকাশ লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

এফএমসিজি খাত থেকে অংশ নেয় স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এসিআই পিএলসি এবং এম এম ইস্পাহানি লিমিটেড। অন্যান্য খাত থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো শেভরন বাংলাদেশ, একমি ল্যাবরেটরিজ, স্কয়ার টয়লেট্রিজ, ইফাদ গ্রুপ, এসকয়ার ইলেকট্রনিকস, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড, এইচএস এন্টারপ্রাইজ (হোন্ডা পাওয়ার প্রোডাক্টস বাংলাদেশ), সামিট কমিউনিকেশনস, সুপারস্টার গ্রুপ, টিচ ফর বাংলাদেশ, ফকির অ্যাপারেলস, হা-মীম গ্রুপ, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড, বিএসআরএম, এপেক্স ফুটওয়্যার, অগমেডিক্স বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস পিএলসি, এটিএন নিউজ এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড।

আয়োজক আইইউবির সিজিপি অ্যান্ড এআর–এর উপপরিচালক শারমিন ইসলাম বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ গড়ার জন্য শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার অ্যান্ড নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রতিটি আলাপ এবং জমা দেওয়া সিভি তাদের পেশাগত লক্ষ্যের এক ধাপ কাছাকাছি নিয়ে যায়। আইইউবির শিক্ষার্থীদের সম্ভাবনায় যাঁরা আস্থা রেখেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত আইইউব র ক প এলস র জন য অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি

চাকরির সাক্ষাৎকার নিয়ে তরুণ-তরুণীদের বড় চিন্তা থাকে—কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, কীভাবে প্রশ্নের উত্তর দেবেন, আর সেই চাপ সামলাবেন কেমন করে। এবার সেই প্রস্তুতিতে যোগ হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তি।

যুক্তরাজ্যের বার্কশায়ারের স্লাউ শহরে অবস্থিত সলথিল ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান তরুণদের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী ৩৫ জনকে বিনা খরচে এই প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। ভিআর হেডসেটের মাধ্যমে অংশগ্রহণকারীরা মক ইন্টারভিউর অভিজ্ঞতা নিতে পারবেন, যেন তাঁরা বাস্তবেই একটি সাক্ষাৎকার কক্ষে বসে আছেন।

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা২২ ঘণ্টা আগে

সলথিল ডিজিটালের পরিচালক বেন মিচেল বলেন, ‘আমরা চাই তরুণেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আত্মবিশ্বাসী হোক। কৃত্রিম বুদ্ধিমত্তা আর ভিআর দিয়ে আমরা মক ইন্টারভিউ নেব, কভার লেটার ও সিভি লেখায় সহায়তা করব। এতে যেকোনো তরুণ চাকরির জন্য প্রস্তুত হতে পারবে।’

বাস্তবের মতো অভিজ্ঞতা

প্রশিক্ষণে ৩৬০ ডিগ্রি ক্যামেরায় পুরো মক ইন্টারভিউ ধারণ করা হবে। পরবর্তী সময়ে সেই ভিডিও ভিআর হেডসেটে চালানো হবে। ফলে অংশগ্রহণকারীরা আবারও পুরো প্রক্রিয়া দেখে নিজের ভুলগুলো খুঁজে নিতে পারবেন। মিচেল বলেন, ‘এভাবে যাঁরা অংশ নেবেন, তাঁরা মনে করবেন আসলেই সাক্ষাৎকার দিচ্ছেন। এতে ভয় বা নার্ভাসনেস অনেকটাই কমে যাবে।’

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ঝালকাঠিতে নিয়োগ, পদ ৪৫২৯ সেপ্টেম্বর ২০২৫ভিআর হেডসেটের মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার সুযোগ তৈরি হলে বাড়িতে বসেই দেওয়া যাবে চাকরির পরীক্ষা

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিএনপি সরকার গঠন করলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে কাজ করবে’
  • চাকরির ইন্টারভিউ প্রস্তুতিতে এবার ভিআর প্রযুক্তি