শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে হামজার কি হবে
Published: 10th, May 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে খেলতেন বাংলাদেশের হামজা চৌধুরী। কাগজে কলমে এখনও তিনি ফক্সদের খেলোয়াড় তবে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেড। এই শেফিল্ড আবার বর্তমানে খেলছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ইংলিশ চ্যাম্পিয়নশীপে। তবে প্রিমিয়ার লিগে ফেরার খুব কাছাকাছি আছে তারা।
বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে হামজার দল। এই রাতে শেফিল্ড সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রিস্টল সিটির বিপক্ষে।
লিডস এবং বার্নলির সরাসরি প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে উঠে যায়। ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড চ্যাম্পিয়নশীপে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। অ্যাশটন গেটে দুর্দান্ত সেমি-ফাইনালের প্রথম লেগে দাপুটে পারফরম্যান্সের পর, মাত্র এক বছরের ব্যবধানে আবারও শীর্ষ স্তরে ফেরার আশায় বুক বাঁধছে ব্লেডসরা।
শেফিল্ড যেখানে কয়েক সপ্তাহ আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছিল, সেখানে ব্রিস্টল শেষ দিনের নাটকীয়তায় টপ সিক্সে জায়গা করে নেয় বার্নলির কাছে হেরে যাওয়ার পর। নিয়মিত মৌসুমে ২২ পয়েন্টের ব্যবধান ছিল এই দুই দলের মাঝে, আর সেটাই মাঠে স্পষ্ট হয়ে ওঠে। শেফিল্ড ছিল অনেক বেশি শক্তিশালী।
প্রথমার্ধের ঠিক আগে পেনাল্টি থেকে হ্যারিসন বুরোস শেফিল্ডকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আন্দ্রে ব্রুকস এবং ক্যালাম ও'হেয়ার দুইটি গোল করে ব্যবধান আরও বাড়ান। সোমবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালের প্রথম লেগে শুক্রবার কোভেন্ট্রিকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ড।
হামজা এখন পর্যন্ত লেস্টারের জার্সিতে ১৩১টি ম্যাচ খেলেছে। যার মাঝে ৯১টি ছিল প্রিমিয়ার লিগে। তবে এত দীর্ঘ সময়ে (৬ মৌসুম) মাত্র ৯১টি ইপিএল ম্যাচে ২৫৯৩ মিনিট খেলার সুযোগ হয়েছিল হামজার। তবে আশা করা যাচ্ছে শেফিল্ড প্রিমিয়ার লিগে গেলে তারা হামজাকে পাকাপাকিভাবে নিতে চাইবে। সেক্ষেত্রে ইপিএলে প্রতি মৌসুমেই যথেষ্ট পরিমাণ সময় মাঠে খেলার সুযোগ পাবেন হামজা।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল র ব যবধ ন প রথম
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি