ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে খেলতেন বাংলাদেশের হামজা চৌধুরী। কাগজে কলমে এখনও তিনি ফক্সদের খেলোয়াড় তবে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেড। এই শেফিল্ড আবার বর্তমানে খেলছে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ ইংলিশ চ্যাম্পিয়নশীপে। তবে প্রিমিয়ার লিগে ফেরার খুব কাছাকাছি আছে তারা।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে হামজার দল। এই রাতে শেফিল্ড সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রিস্টল সিটির বিপক্ষে।

লিডস এবং বার্নলির সরাসরি প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে উঠে যায়। ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড চ্যাম্পিয়নশীপে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। অ্যাশটন গেটে দুর্দান্ত সেমি-ফাইনালের প্রথম লেগে দাপুটে পারফরম্যান্সের পর, মাত্র এক বছরের ব্যবধানে আবারও শীর্ষ স্তরে ফেরার আশায় বুক বাঁধছে ব্লেডসরা।

শেফিল্ড যেখানে কয়েক সপ্তাহ আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছিল, সেখানে ব্রিস্টল শেষ দিনের নাটকীয়তায় টপ সিক্সে জায়গা করে নেয় বার্নলির কাছে হেরে যাওয়ার পর। নিয়মিত মৌসুমে ২২ পয়েন্টের ব্যবধান ছিল এই দুই দলের মাঝে, আর সেটাই মাঠে স্পষ্ট হয়ে ওঠে। শেফিল্ড ছিল অনেক বেশি শক্তিশালী।

প্রথমার্ধের ঠিক আগে পেনাল্টি থেকে হ্যারিসন বুরোস শেফিল্ডকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা আন্দ্রে ব্রুকস এবং ক্যালাম ও'হেয়ার দুইটি গোল করে ব্যবধান আরও বাড়ান। সোমবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালের প্রথম লেগে শুক্রবার কোভেন্ট্রিকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ড।

হামজা এখন পর্যন্ত লেস্টারের জার্সিতে ১৩১টি ম্যাচ খেলেছে। যার মাঝে ৯১টি ছিল প্রিমিয়ার লিগে। তবে এত দীর্ঘ সময়ে (৬ মৌসুম) মাত্র ৯১টি ইপিএল ম্যাচে ২৫৯৩ মিনিট খেলার সুযোগ হয়েছিল হামজার। তবে আশা করা যাচ্ছে শেফিল্ড প্রিমিয়ার লিগে গেলে তারা হামজাকে পাকাপাকিভাবে নিতে চাইবে। সেক্ষেত্রে ইপিএলে প্রতি মৌসুমেই যথেষ্ট পরিমাণ সময় মাঠে খেলার সুযোগ পাবেন হামজা।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল র ব যবধ ন প রথম

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের হাইফা বন্দরে হুতিদের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকান্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি।

তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।

সম্পর্কিত নিবন্ধ