ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় সম্মত পুতিন
Published: 11th, May 2025 GMT
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর করতে ছোটাছুটি করছেন বিশ্বনেতারা। তারা এ নিয়ে নানা আলাপ-আলোচনা তুলছেন। সর্বশেষ রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। এতে আশার আলো দেখছেন বিশ্বনেতারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, তারা পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। তিনি আগে যুদ্ধবিরতি, পরে আলোচনা চান। দু’পক্ষকে আলোচনায় বসাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে তুরস্কও। নতুন পোপ লিও রোববার তাঁর প্রথম বার্তায় বিশ্বের প্রধান শক্তিগুলোকে আর যুদ্ধ না করার আহ্বান জানিয়েছেন।
রোববার ভোরে ক্রেমলিনে এক ভাষণে পুতিন আলোচনায় বসার কথা তোলেন। তিনি ২০২২ সালের স্থগিত হয়ে যাওয়া রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফের শুরু করার প্রস্তাব দেন। তিনি বলেন, কোনো পূর্বশর্ত ছাড়াই আমরা কিয়েভ কর্তৃপক্ষকে ফের শান্তি আলোচনা শুরু করার প্রস্তাব দিচ্ছি। আগামী বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনা শুরু করা যেতে পারে।
এর আগে শনিবার পুতিনকে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপের প্রভাবশালী চারটি দেশ ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ড। ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে ইউরোপীয় নেতারা হুঁশিয়ারি দেন, রাশিয়া যদি সোমবার থেকে যুদ্ধবিরতি না মানে তাহলে পুতিনের ওপর আরও কঠোর চাপ সৃষ্টি করা হবে।
এদিকে শনিবার রাশিয়ার পক্ষ থেকে ঘোষিত তিন দিনের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে পুতিন ওই যুদ্ধবিরতির ঘোষণা দেন। যুদ্ধবিরতির মধ্যেও হামলার অভিযোগ তুলেছে ইউক্রেন। আর যুদ্ধবিরতির শেষে হামলা শুরুর কথা জানিয়েছে মস্কো।
তুরস্কে যুদ্ধবিরতির আলোচনায় বসতে পুতিন রাজি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের জন্য সম্ভবত একটি দুর্দান্ত দিন আসতে যাচ্ছে। তিনি এই আলোচনা ফলপ্রসূ করতে উভয় পক্ষের সঙ্গে কাজ করতে রাজি। ট্রাম্পের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, শান্তি আলোচনা শুরুর আগে উভয় পক্ষকে প্রথমে নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।
আলোচনায় বসার আগে মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এ ব্যাপারে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। জেলেনস্কি বলেন, রাশিয়া অবশেষে আলোচনায় বসতে রাজি হয়েছে, যুদ্ধ অবসানের চিন্তা করছে, এটা ইতিবাচক লক্ষণ। সমগ্র বিশ্ব দীর্ঘদিন ধরে এই সম্মতির জন্য অপেক্ষা করছিল। এক দিনের জন্যও আর হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না– বলেন তিনি। তাঁর চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, মস্কো সোমবার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হলেই কিয়েভ আলোচনায় বসবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের আলোচনায় বসার ঘোষণায় ‘কৌশল’ দেখছে যুক্তরাজ্য। কিয়ার স্টারমারের এই দৃষ্টিভঙ্গির সঙ্গে রাশিয়া একমত নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেন পুতিনের বক্তব্যকে সঠিকভাবে বুঝতে পারেনি। তাঁর মতে, পুতিন মূলত সংঘাতের মূল কারণ নিয়ে আলোচনা চান। তারপর যুদ্ধবিরতির আলোচনা হতে পারে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছেন, পুতিনের ঘোষণার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের প্রচেষ্টায় একটি ঐতিহাসিক মেরূকরণ এসেছে। সুযোগটি কাজে লাগাতে হবে। এরদোয়ানের কার্যালয় জানিয়েছে, স্থায়ী শান্তি আনতে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনার আয়োজনসহ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তুরস্ক। খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্সের।
.
উৎস: Samakal
কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন র বল ছ ন র জন য ত রস ক প রস ত
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি