চট্টগ্রামের বাঁশখালীতে সবজিখেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মোহাম্মদ ফিরোজ (৩৬)। তিনি উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বলেন, সকালে গ্রামে নিজের কাঁকরোলের খেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজের মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর ফিরোজকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ লক প

এছাড়াও পড়ুন:

অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...

প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।

অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ