১ কার্গো এলএনজি ও ১ কোটি ২০ লাখ লিটার ভোজ্য তেল ক্রয়ে অনুমোদন
Published: 13th, May 2025 GMT
পৃথক দুটি প্রস্তাবের আওতায় দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো এলএনজি ও ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬১ কোটি ২৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।
মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.
সভা সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৬-২৭ জুন ২০২৫ সময়ে ২৬তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার পারচেজ অ্যান্ড সেলস এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিলকৃত ৬টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রা.লি. সিঙ্গাপুর এই এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১২.১৮ মা.ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ক্রয়ে ব্যয় হবে সর্বমোট ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই রাইস ব্রাণ তেল ক্রয় করা হবে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুক মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। ৪টি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন ৪টি দরদাতা প্রতিষ্ঠানের নিকট থেকে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল প্রতি লিটার ১৬১ টাকা হিসেবে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রস্তাবে (১) মজুমদার প্রডাক্টস ঢাকা লি. এর কাছ থেকে ৫০ হাজার লিটার; (২) তামিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি.ঢাকা এর কাছ থেকে ২০ হাজার লিটার; (৩) প্রধান অয়েল মিলস লি. গাইবান্ধা এর কাছ থেকে ২০ হাজার লিটার; এবং (৪) গ্রীণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাষ্ট্রিজ, ঢাকা এর কাছ থেকে ২০ হাজার লিটার রাইস ব্রাণ তেল ক্রয় করা হবে। ২০২৪-২০২৫ অর্থবছরে ভোজ্য তেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ১৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার লিটার।
ঢাকা/হাসনাত/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এর ক ছ থ ক প রস ত ব দরপত র
এছাড়াও পড়ুন:
কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১০ পয়সা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন:
মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
এনার্জিপ্যাকের লভ্যাংশ ঘোষণা
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।
এর আগে রবিবার (১৬ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৪টায় হাইব্রিড প্ল্যাটফর্মে। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৬৭ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৪৫ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ফিরোজ