বৈঠকে পুতিনকে চান জেলেনস্কি, কী বলছে রাশিয়া
Published: 13th, May 2025 GMT
তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্য যুদ্ধ চলছে। যুদ্ধের শুরুর দিকে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হয়েছিল। দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার আবার দুই পক্ষ আলোচনা টেবিলে বসতে যাচ্ছে। এই প্রচেষ্টায় বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের।
তবে বৃহস্পতিবারের বৈঠকে আদৌ পুতিন উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত করেনি ক্রেমলিন। বৃহস্পতিবারের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জেলেনস্কির প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেন, পুতিন যদি তুরস্কে আসার বিষয়টি নাকচ করেন, তাহলে চূড়ান্ত একটি সংকেত পাওয়া যাবে যে তিনি এই যুদ্ধ থামাতে চান না। এটাও বোঝা যাবে যে রাশিয়া কোনো ধরনের আলোচনায় আগ্রহী নয় এবং তারা প্রস্তুত নয়।
আরও পড়ুনআলোচনার জন্য পুতিনের সঙ্গে জেলেনস্কির বসা উচিত: ট্রাম্প১১ মে ২০২৫ক্রেমলিনের মুখপাত্র দিমিদ্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘বৃহস্পতিবার যে আলোচনা হওয়ার কথা রয়েছে, তার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই মুহূর্তে এতটুকুই আমরা বলতে পারছি। আপাতত এর বেশি কিছু আমরা বলব না।’ রুশ প্রতিনিধিদলে কে কে থাকছেন, তা–ও উল্লেখ করেননি তিনি।
এদিকে আজ মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন ট্রাম্প। গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আসলে সেখানে (ইস্তাম্বুল) যাওয়ার কথা ভাবছি। এর সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।’
এর আগে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন পুতিন। সোমবার থেকে ৩০ দিনের শর্তহীন যুদ্ধবিরতি শুরুর যে প্রস্তাব কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা দিয়েছিল, তার পাল্টা হিসেবে ওই প্রস্তাব দেন তিনি। তবে ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।
আরও পড়ুনতুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে রাজি জেলেনস্কি ২০ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হামলা মামলায় তিন ছাত্রদল নেতা গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার অভিযোগে পলাশে ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
এর আগে ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।
নরসিংদীর র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তিনজনকে সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কী, সেটা মুখ্য নয়; অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হোসাইন জানান, প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।