দুই অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত, আহত ৪
Published: 14th, May 2025 GMT
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় রাস্তারমাথা এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৫৮)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তাঁর বাড়ি উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামে। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে দুজন জেলা সদরের জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ছাতারপাইয়া এলাকা থেকে কানকিরহাটের দিকে যাচ্ছিল। একই সময়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ইটবাড়িয়া এলাকার দিকে। কেশারপাড় রাস্তারমাথা এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ