নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় রাস্তারমাথা এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৫৮)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তাঁর বাড়ি উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামে। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে দুজন জেলা সদরের জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ছাতারপাইয়া এলাকা থেকে কানকিরহাটের দিকে যাচ্ছিল। একই সময়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ইটবাড়িয়া এলাকার দিকে। কেশারপাড় রাস্তারমাথা এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রায় ঘোষণা শেষে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।  

বিস্তারিত আসছে... 

 

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ