নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় রাস্তারমাথা এলাকায় সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৫৮)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তাঁর বাড়ি উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামে। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত চারজনের মধ্যে দুজন জেলা সদরের জেনারেল হাসপাতাল ভর্তি রয়েছেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ছাতারপাইয়া এলাকা থেকে কানকিরহাটের দিকে যাচ্ছিল। একই সময়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ইটবাড়িয়া এলাকার দিকে। কেশারপাড় রাস্তারমাথা এলাকায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রবাসীদের চাঁদার হার কমছে, বাড়বে বেসরকারি চাকরিজীবীদের চাঁদা

সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের চাঁদার হার কমবে এবং বেসরকারি চাকরিজীবীদের চাঁদার হার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (১৪ মে) সচিবালয়ে জাতীয় পেনশন পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন  আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

পেনশন স্কিমকে গতিশীল করতে কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। প্রবাসীদের জন্য চালু করা প্রবাস স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হবে। সেই সঙ্গে বেসরকারি চাকরিজীবীদের মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হবে।

আরো পড়ুন:

সমাবর্তনে প্রধান উপদেষ্টা
দুটি নোবেল পাওয়ার জন্য চবি গর্ববোধ করতে পারে

১৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক
জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডা চেয়ারম্যান

পাশাপাশি একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তাকে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে দেওয়ার সুযোগ রাখা হবে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-
(১) একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর আগ্রহী হলে তাকে তার মোট জমা করা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে দেওয়ার সুযোগ রাখা হবে।
(২) প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারী অনেকের মাসিক আয় তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় এ দুটি স্কিমে সর্বনিম্ন মাসিক চাঁদার হার দুই হাজার টাকার পরিবর্তে এক টাকা করার সিদ্ধান্ত হয় এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে একটি অংশের মাসিক আয় বেসরকারি খাতের কর্মকর্তাদের গড় মাসিক আয়ের তুলনায় বেশি হওয়ায় তাদের সুবিধার্থে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকায় উন্নীত করা হবে।
(৩) আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা চুক্তির আওতায় নিয়োজিত সেবাকর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

(৪) জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের (আইএসএসএ) সদস্যপদ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে করবে।
(৫) পেনশন স্কিমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য গৃহীত প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) এবং ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করা হবে। পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান, টকশো ও আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারকালে বিজ্ঞাপন প্রচার ও পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চলমান প্রচার কার্যক্রম জোরদার করা হবে।
(৬) সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক ভার্সন চালুর বিষয়টি পরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।

ঢাকা/হাসনাত/সাইফ

সম্পর্কিত নিবন্ধ