স্বামীর ছুরিকাঘাতে আহত মেঘলার মৃত্যু, ২ শিশু আশঙ্কাজনক
Published: 14th, May 2025 GMT
কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আহত মেঘলা খাতুন মারা গেছেন। মঙ্গলবার (১৩ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ওই ঘটনায় গুরুতর আহত মেঘলার চার বছর বয়সী মেয়ে কুলসুম ও দেড় বছর বয়সী মেয়ে জান্নাতের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন: কুষ্টিয়ায় স্ত্রী-দুই সন্তানকে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা
আরো পড়ুন:
গাজীপুরে সংঘর্ষে আহত ৪, কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন
দুই মাথা নিয়ে জন্মানো শিশুর ২ ঘণ্টা পর মৃত্যু
মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে ছুরিকাঘাত ও মারধর করে আহত করেন মামুন আলী। পরে তিনি নিজেও গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাদের চারজনকে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।
অভিযুক্ত মামুন কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।
মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা জানান, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জেরে মঙ্গলবার রাতে স্ত্রীকে মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা করেন মামুন। পরে তিনি তারা দুই মেয়েকে মারধর ও ছুরিকাঘাত করেন। মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী স্বপ্না খাতুন বলেন, “মামুনের স্ত্রী পরকীয়া করত। পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলত। কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিল। তারপর ফিরে আসে। মঙ্গলবার রাতে মামুন তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। একই সঙ্গে তিনি তার দুই মেয়েকেও আহত করেন। এরপর মামুন নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম বলেন, “মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হন। মেঘলা নামে এক নারী মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি।”
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আহত অভ য গ ম রধর অবস থ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।