রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ ঘোষণা, উদ্যোক্তারা হতাশ
Published: 14th, May 2025 GMT
রাজধানীর রাপা প্লাজায় জয়িতার কার্যক্রম বন্ধ করে দিয়েছে জয়িতা ফাউন্ডেশন। এর মধ্য দিয়ে রাপা প্লাজায় জয়িতার ১৪ বছরের কার্যক্রমের অবসান ঘটল। সেখানে কার্যক্রম চালিয়ে যেতে সময় চেয়ে জয়িতা উদ্যোক্তাদের আবেদন উচ্চ আদালত গতকাল মঙ্গলবার খারিজ করে দেন। এ আদেশের পরপরই রাপা প্লাজার নিচে জয়িতা বিপণন কেন্দ্র ও ফুড কোর্ট বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় ফাউন্ডেশন।
উদ্যোক্তাদের অভিযোগ, গতকাল রাপা প্লাজায় সাপ্তাহিক ছুটি ছিল। ফলে জয়িতা বন্ধ ছিল। ছুটির দিনে তাঁদের না জানিয়ে ফুড কোর্টের মালামাল সরিয়ে নিয়েছে জয়িতা ফাউন্ডেশন। নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি তাঁদের। আজ বুধবার তাঁরা ফুড কোর্টে গিয়ে দেখেন, এসি নেই। চেয়ার–টেবিল একটার ওপর একটা রাখা। বিপণন কেন্দ্র থেকে পণ্যসামগ্রী আজকের মধ্যেই সরিয়ে নিতে বলা হয় তাঁদের। এত দিনের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় অসহায়ত্ব ও হতাশা প্রকাশ করেন তাঁরা। রাপা প্লাজার চতুর্থ তলায় জয়িতা পণ্যের জন্য ৭৮টি এবং ফুড কোর্টের জন্য ১৬টিসহ মোট ৯৪টি স্টল ছিল।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে জয়িতার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ২০১১ সালের নভেম্বরে সরকারি পৃষ্ঠপোষকতায় জয়িতার যাত্রা শুরু হয়। এটি ফাউন্ডেশন হয় ২০১৬ সালে। জয়িতা ফাউন্ডেশন দেশজুড়ে নারী উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ দেওয়া, উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক তৈরি, পণ্য প্রদর্শন ও বিক্রিতে সহায়তা করে। জয়িতা ফাউন্ডেশনের অধীনে ১৫৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ধানমন্ডি ২৭ নম্বরে ১২তলা ‘জয়িতা টাওয়ার’ নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ১৭ অক্টোবরে ভবন উদ্বোধন করা হলেও তা এখনো চালু হয়নি। শুধু দুটি ফ্লোরে ফাউন্ডেশনের কার্যালয় চালু হয়েছে। আর টাওয়ার নির্মাণের পর থেকেই উদ্যোক্তাদের সঙ্গে ফাউন্ডেশনের দ্বন্দ্ব শুরু হয়। নতুন টাওয়ারে উদ্যোক্তারা সরাসরি স্থানান্তর চাইলে তা নাকচ করে দেয় ফাউন্ডেশন।
নোটিশ টাঙানোর পাশাপাশি গতকালই জয়িতা ফুডকোর্টের সব মাল ফাউন্ডেশন সরিয়ে নিয়েছে বলে জানান এত দিন সেখানে কার্যক্রম চালিয়ে আসা উদ্যোক্তা মোসা.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য় জয় ত র
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন ও দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় খেলাফত মজলিসের নেতাকর্মীরা গণসংযোগ চালিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে।
এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সদর থানা সভাপতি শাফিন আব্দুল্লাহ শাকিল, খেলাফত মজলিসের জামতলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ রিপন, ডনচেম্বার শাখা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান বিপ্লব, প্রমুখ।