শেষ মুহূর্তে চলতি আইপিএলে দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে বাংলাদেশি বাঁহাতি পেসারকে নেওয়ার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দিল্লি, যা দ্রুতই ভাইরাল হয়ে ওঠে। ভারতীয় গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রচারিত হয় খবরটি।

এই চুক্তির আর্থিক দিকটিও বেশ চমক জাগানিয়া। এক মৌসুমের জন্য মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৬ কোটি রুপি। তবে প্রশ্ন উঠেছে—মাত্র তিনটি লিগ ম্যাচ বাকি থাকতে আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ কি পুরো ৬ কোটি রুপিই পাবেন?

এই প্রশ্নের উত্তর খুঁজলে কিছুটা হতাশই হতে পারেন ফিজ ভক্তরা। কারণ, আইপিএলের নিয়ম অনুযায়ী চুক্তির সম্পূর্ণ অর্থ কোনো বদলি খেলোয়াড় পান না। আইপিএল নীতিমালার ধারা ৬.

৬ অনুসারে, বদলি খেলোয়াড়ের পারিশ্রমিক মূল চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থের চেয়ে বেশি হতে পারে না এবং তার যোগদানের আগে যতগুলো ম্যাচ হয়ে গেছে, সেই অনুপাতে অর্থ কেটে রাখা হয়।

অর্থাৎ, মুস্তাফিজ পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও, তিনি খেলতে পারবেন কেবল শেষের কয়েকটি ম্যাচ। তাই তার আয় নির্ধারিত হবে ম্যাচ অনুপাতে। তবু এটুকু বলাই যায়, আইপিএলের ইতিহাসে এটাই বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

তবে শেষ পর্যন্ত মুস্তাফিজ আদৌ আইপিএল খেলতে পারবেন কি না, সেটাও এখনও নিশ্চিত নয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, সেখানে স্বাগতিক আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাহতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

এই সিরিজ চলাকালেই দিল্লি খেলবে তাদের পরবর্তী তিনটি ম্যাচ—১৮ মে গুজরাট টাইটান্স, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। প্লে-অফে ওঠার সম্ভাবনাও আছে দলটির, তাই মুস্তাফিজকে এখনই দলে পেতে আগ্রহী তারা।

তবে এখনও বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ছাড়পত্র বা এনওসি দেওয়া হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে, আইপিএল বা বিসিসিআই এখন পর্যন্ত তাদের সঙ্গে এনওসির বিষয়ে যোগাযোগ করেনি। যদিও আইপিএলের নাম তালিকায় থাকা মানেই এনওসির বিষয়টি আগেই নিশ্চিত হয়ে থাকে।

জাতীয় দলের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পাঁচজন পেসার থাকায় আমিরাত সিরিজে একজন না থাকলে খুব একটা সমস্যা হবে না। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট চাইলে মুস্তাফিজকে ছাড় দিতেই পারে।’

তবে বিসিবি সূত্রে আরও জানা গেছে, হয়তো ১৯ মে সিরিজ শেষ করে তবেই আইপিএলে যোগ দিতে পারবেন মুস্তাফিজ। তাই ফিজকে দিল্লির জার্সিতে মাঠে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা আরও কিছু সময়ের।

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন দ ল ল ক য প ট লস

এছাড়াও পড়ুন:

প্রস্তুত জেলেনস্কি, পুতিনের উপস্থিতি অনিশ্চিত

তুরস্কে আয়োজিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় কে বা কারা রাশিয়ার পক্ষ থেকে অংশ নেবেন– সেই প্রশ্নের উত্তর গতকাল বুধবারও এড়িয়ে গেছে ক্রেমলিন। মস্কো থেকে এএফপি জানায়, চলমান যুদ্ধের শুরুর দিকে দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি সাক্ষাৎ হলেও এটি হবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রথম সরাসরি আলোচনা। গত সপ্তাহে পুতিন নিজেই এ আলোচনার ডাক দেন।

তবে এ আলোচনায় পুতিন অংশ নেবেন কিনা, কিংবা রাশিয়ার প্রতিনিধি দলে কে কে থাকবেন, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি মস্কো। বুধবার ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এএফপির প্রশ্নের জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের প্রতিনিধি দল ১৫ মে ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের অপেক্ষায় থাকবে।’ তবে সেই দলে কারা থাকবেন– জানতে চাইলে পেসকভ বলেন, ‘এখনও প্রেসিডেন্টের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে ঘোষণা দেন, তিনি তুরস্ক সফরে যাচ্ছেন এবং সেখানে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে ধারণা তাঁর। তুরস্কে যাওয়ার প্রস্তাব ভেবে দেখছেন বলেও জানিয়েছিলেন ট্রাম্প। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সিনেটর মার্কো রুবিও উপস্থিত থাকবেন। তিনি শুক্রবার ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।  ফলে আলোচনা শুরুর দিন নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে গতকাল থেকেই তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ায় এক বৈঠকে বসছেন ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ আলোচনায় সামরিক ব্যয় বাড়ানোর বিষয় উঠে আসবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এই বৈঠক শেষ হওয়ার পরই রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। ইতোমধ্যে তারা ১৭তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। এতে রাশিয়ার ‘ছায়া জাহাজ বহর’ এবং যুদ্ধ চালাতে সহায়তাকারী  ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, চলমান আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সিএনএন জানায়, জার্মানির কোলন ও কনস্টান্স শহর এবং সুইজারল্যান্ডের থুরগাউ অঞ্চল থেকে তিন ইউক্রেনীয়কে আটক করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে জার্মানিতে পণ্যবাহী পরিবহনে আগুন লাগানোর পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর মধ্যেই ইউক্রেনের ওপর নির্মিত তিনটি তথ্যচিত্র দিয়ে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। আয়োজকরা বলছেন, ইউরোপের এই যুদ্ধ নিয়ে শিল্পীদের দায়বদ্ধতা তুলে ধরতেই এই আয়োজন।

সম্পর্কিত নিবন্ধ

  • নির্মাতা প্রভাত রায় ফের হাসপাতালে
  • ৬ কোটির চুক্তি, মুস্তাফিজ পাবেন কত?
  • বিসিবি রাজি হলে আমিরাতে না খেলেই দিল্লি যাবেন মুস্তাফিজ
  • প্রস্তুত জেলেনস্কি, পুতিনের উপস্থিতি অনিশ্চিত
  • আইপিএলের জন্য এখনও ছাড়পত্র চাননি মুস্তাফিজ
  • দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা কি আইপিএল খেলবেন, নাকি দেশের ডাকে সার
  • আইপিএল ছেড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি খেলতে পারবেন দক্ষিণ আফ্রিকার আট ক্রিকেটার
  • লড়াই এখনও বাকি: মাহফুজ আলম
  • ঢাবির রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত