বিয়ের এক সপ্তাহ আগে বিদ্যুৎস্পৃষ্টে সৌদিপ্রবাসীর মৃত্যু
Published: 16th, May 2025 GMT
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনেদ আহমদ (২৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে নতুন কেনা রেফ্রিজারেটরে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এক সপ্তাহ পর তাঁর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তাঁর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জুনেদ আহমদ উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম কচুরগুল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে জুনেদ ছিলেন সবার বড়। ছোট ভাই বুদ্ধিপ্রতিবন্ধী।
স্বজনেরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে এইচএসসি পাসের পর বিদ্যুৎ মেরামতের কাজ শিখে বছরখানেক আগে সৌদি আরবে যান তিনি। সেখানে একজন বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন। ১০-১৫ দিন আগে ছুটিতে দেশে ফেরেন। পাশের গ্রামে মামাতো বোনের সঙ্গে তাঁর বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিল আগামী শুক্রবার। তার আগেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একই গ্রামের বাসিন্দা আবদুর নূরের বাড়িতে নতুন কেনা রেফ্রিজারেটরে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার জন্য জুনেদকে ডেকে নেওয়া হয়। কাজ করার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথেই মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
কচুরগুল গ্রামের বাসিন্দা জুনেদের বন্ধু জাবেদ আহমদ বলেন, ‘জুনেদ সদালাপী, ভালো ছেলে ছিল। দেশে ফেরার পর প্রায়ই বন্ধুরা মিলে আড্ডা দিতাম। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নানকের স্ত্রী-কন্যাসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস, মেয়ে এস. আমরীন রাখীসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার ছেলে ও ব্যাংকটির পরিচালক কাজী খুররম আহমদ, মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক মোগল জান রহমান ও জিয়াউল হাসান চিশতী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কমিশনার আবুল কাসেম কাসু, তার স্ত্রী আসমা কাসেম, মেয়ে উম্মে কুলসুম ও ছেলে আশরাফ ফজল অনিক।
আরো পড়ুন:
স্বামীসহ সাবেক এমপি রুবিনার বিরুদ্ধে মামলা
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির দুর্নীতি অনুসন্ধানে দুদক
নানক পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর কবির নানক একং অন্যান্যদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
ঢাকা/এম/মাসুদ