বিপিএলের সেরা খেলোয়াড়, তবু জাতীয় দলে নেই—মন খারাপই ছিল মিরাজের
Published: 20th, May 2025 GMT
মেহেদী হাসান মিরাজের মন খারাপই ছিল। সতীর্থেরা যখন জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর সময়টা কাটছিল বাসায় আর টুকটাক অনুশীলনে। এর মধ্যেই পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়ে যান মিরাজ। ম্যানেজার এই খবর জানানোর পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিতও হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার।
আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে অবশ্য একটা বিপত্তিতে পড়ে গিয়েছিলেন মিরাজ। বিমানবন্দরে পৌঁছে টের পান পাসপোর্টটা রেখেই চলে এসেছেন—পরে বাসা থেকে দ্রুত তা আনার পর বোর্ডিং পাসটা ঠিকঠাকমতোই করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেওয়ার কথা পাকিস্তানের উদ্দেশে।
আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম।মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশএর আগে বিমানবন্দরে একটা আফসোস করে গেছেন মিরাজ। খুলনা টাইগার্সের হয়ে ১৩ উইকেট আর ৩৫৫ রান করে সর্বশেষ বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। অথচ আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাঁকে।
একটু আক্ষেপ নিয়েই আজ মিরাজ বলেছেন, ‘আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। বেশ কিছু টি-টোয়েন্টিতে ভালোও খেলেছিলাম।’
তবে এ নিয়ে আফসোসটা দীর্ঘও করতে চান না এই অলরাউন্ডার, ‘মেনে নিতে হয়…ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। আমি ইতিবাচক চিন্তা করি, সবকিছু ইতিবাচকভাবে নিই।’
আরও পড়ুন‘হানিয়া আমিরের স্টাইল বেশি পছন্দ আমার’১৪ ঘণ্টা আগেপিএসএলে সাকিব আল হাসানের দলের হয়ে খেলবেন মিরাজ। এটি তাঁর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গিয়ে অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার পিএসএলে সুযোগ পাওয়ায় ফোনে মিরাজকে অভিনন্দন জানিয়েছেন সাকিব।
পিএসএলে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাবি ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি
দায়িত্বে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১৫ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সাহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকি, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শারফি, সুলতান আহমেদ, ও নাসির উদ্দিন মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আরো পড়ুন:
জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ছাত্রশিবিরের ৫ দফা
জাবির গণিত বিভাগের ভবন নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবি শিক্ষার্থীদের
তবে এ ব্যাপারে দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ( (২০০৯-১০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও ৪০তম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্যসচিব করে ১৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা/আহসান/মেহেদী