মেহেদী হাসান মিরাজের মন খারাপই ছিল। সতীর্থেরা যখন জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর সময়টা কাটছিল বাসায় আর টুকটাক অনুশীলনে। এর মধ্যেই পিএসএলের দল লাহোর কালান্দার্সে খেলার সুযোগ পেয়ে যান মিরাজ। ম্যানেজার এই খবর জানানোর পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিতও হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার।

আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে অবশ্য একটা বিপত্তিতে পড়ে গিয়েছিলেন মিরাজ। বিমানবন্দরে পৌঁছে টের পান পাসপোর্টটা রেখেই চলে এসেছেন—পরে বাসা থেকে দ্রুত তা আনার পর বোর্ডিং পাসটা ঠিকঠাকমতোই করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেওয়ার কথা পাকিস্তানের উদ্দেশে।

আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম।মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

এর আগে বিমানবন্দরে একটা আফসোস করে গেছেন মিরাজ। খুলনা টাইগার্সের হয়ে ১৩ উইকেট আর ৩৫৫ রান করে সর্বশেষ বিপিএলের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। অথচ আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডেই রাখা হয়নি তাঁকে।  

একটু আক্ষেপ নিয়েই আজ মিরাজ বলেছেন, ‘আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। বেশ কিছু টি-টোয়েন্টিতে ভালোও খেলেছিলাম।’

তবে এ নিয়ে আফসোসটা দীর্ঘও করতে চান না এই অলরাউন্ডার, ‘মেনে নিতে হয়…ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। আমি ইতিবাচক চিন্তা করি, সবকিছু ইতিবাচকভাবে নিই।’

আরও পড়ুন‘হানিয়া আমিরের স্টাইল বেশি পছন্দ আমার’১৪ ঘণ্টা আগে

পিএসএলে সাকিব আল হাসানের দলের হয়ে খেলবেন মিরাজ। এটি তাঁর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গিয়ে অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার পিএসএলে সুযোগ পাওয়ায় ফোনে মিরাজকে অভিনন্দন জানিয়েছেন সাকিব।

পিএসএলে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল ব প এল

এছাড়াও পড়ুন:

সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন

সাকিব আল হাসান আর সেই সাকিব নেই। ক্যারিয়ারের শেষ পর্যায়ে সামর্থ্যেও পড়েছে টান। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে তাঁর সমস্যা তো অনেক দিনের। সবচেয়ে বড় কথা, সাকিব তো প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেন না ছয় মাসের বেশি সময়।

এবারের পিএসএলে লাহোর কালান্দার্স এমন এক সাকিবকেই দলে নিয়েছে। তা–ও অলিখিত কোয়ার্টার ফাইনালের আগে। পেশোয়ার-লাহোরের এই ম্যাচে যে হারবে, ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সাকিবকে কি একাদশে রাখবে লাহোর?

প্রশ্নটি উঠছে সাকিব তাঁর সেরা সময়ের অনেক দূরে বলে। পিএসএলে এর আগে যে দলেই সাকিব খেলেছেন, নিয়মিত ছিলেন। এবার গল্পটা ভিন্ন। সাকিবকে লাহোর কেন স্কোয়াডে নিল, সে প্রশ্নের উত্তর আগে খোঁজা যাক। সাকিবের বর্তমান পরিস্থিতি নিশ্চয় তাদেরও অজানা নয়।

আজ সুযোগ পেলে কেমন করবেন সাকিব?

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএল যাত্রার আগে টি-টোয়েন্টি দল নিয়ে ‘প্রশ্ন রেখে গেলেন’ মিরাজ
  • পিএসএল যাত্রায় বাসায় পাসপোর্ট রেখে বিমানবন্দরে মিরাজ
  • পাকিস্তান সফরে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ, ভেন্যু লাহোর
  • পিএসএল খেলতে অনাপত্তিপত্র চেয়েছেন মিরাজ
  • পিএসএলে সাকিবের লাহোরে খেলার প্রস্তাব মিরাজের 
  • পেশোয়ারকে উড়িয়ে প্লে–অফে সাকিবের লাহোর
  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিবকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর
  • ‘কসম খেয়ে বলছি, আমি কাঁদিনি’, রিশাদের দাবি অস্বীকার কারেনের
  • সাকিব নেই পুরোনো সাকিব, একাদশে সুযোগ কি পাবেন