ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ
Published: 29th, September 2025 GMT
শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সদস্যবৃন্দ । এসময় মন্দির ও পূজার সার্বিক খোঁজখবর নেন সংগঠন দুটির নেতৃবৃন্দরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২৫টি পুজা মন্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এ নেতৃবৃন্দরা। এ সময় বিভিন্ন মন্দির ও পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় এবং দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলার সম্পাদকমন্ডলীর সদস্য সাংবাদিক রঞ্জিত মোদক, গোবিন্দ চন্দ্র দাস, রতন মন্ডল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক অজয় সূত্রধর, তপন ধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, ১৩নং ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, মহানগরের নেতা বিপ্লব বাড়ৈ, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক অর্জুন দাস, যুব ঐক্য পরিষদের সভাপতি সুমন ঘোষ, সহ সভাপতি সজল পুরকায়স্থ, বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব ভ ন ন মন দ র
এছাড়াও পড়ুন:
সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু কিশোররা এই টিকা পাবে। নারায়ণগঞ্জ জেলায় ৫ লক্ষ ১ হাজার ৭২১ জনকে ১৮ দিনের মধ্যে টিকা দেয়া হবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, কোনো শিশু যদি কোনো কারণে বাদ পরে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে সেই দায়িত্ব আমাদের উপর বর্তাবে।
আমরা আমাদের সন্তানদের দক্ষ ও সুস্থ সবল হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাই যারা আমাদের দেশের সম্পদে পরিণত হবে তারা যেন কোনোভাবেই রোগে আক্রান্ত না হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মুহাম্মাদ জামাল হোসাইন, সার্ভেল্যান্স ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদরন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ, তা, ম বোরহান উদ্দিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খানম, হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান লিজু, মো. মোর্শেদুল ইসলাম খান ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।