খুলনায় ৫ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
Published: 21st, May 2025 GMT
খুলনায় পাঁচ লাখ টাকার জাল নোটসহ খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বটিয়াঘাটার সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে টুঙ্গিপাড়া পরিবহনে করে তিনি খুলনা নগরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটক খোরশেদ আলম সুনামগঞ্জ জেলার বিশ্রামপুর উপজেলার মাজেরটেক এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে।
নগরীর লবণচরা থানার ওসি (তদন্ত) ইউসুফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাল টাকার একটি চালান অন্য জেলা থেকে খুলনায় আসছে। তথ্য পাওয়ার পর সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে তল্লাশি চালানোর সময় ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক ছিল। পরে শরীর ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার নোটের ১০ বান্ডিল জাল নোট উদ্ধার করে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
আইএল টি–টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি–টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজুর রহমান। আজ তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।
মোস্তাফিজকে যুক্ত করায় এবারের আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল তিনজন। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস, আর তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২ ডিসেম্বর। এই আসর সামনে রেখে গত আগস্টেই মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার কথা জানিয়েছিল দুবাই। দলটির মালিক ভারতের জিএমআর গ্রুপ, যাদের আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে সর্বশেষ আসরে খেলেছিলেন মোস্তাফিজ।
তবে গত ১ অক্টোবর নিলামের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই জানিয়েছিল, মোস্তাফিজ তাঁদের দলে থাকছেন না। বদলি হিসেবে ঘোষণা দিয়েছিল হায়দার আলীর নাম।
এখন প্রায় দুই মাস পর দুবাই নতুন পোস্টে জানাল, আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরে বদলি হিসেবে খেলবেন মোস্তাফিজ। জিএম রিতেশের বদলি হিসেবে তাঁকে দেখানো হয়েছে।
এবারের আসর চলবে ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। তবে মোস্তাফিজের অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের ওপর। কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা বিপিএলের দ্বাদশ আসর। একই সময়ে বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির অনাপত্তি পেয়েছেন রিশাদ হোসেন।
আরও পড়ুননিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দাম তাসকিনের০১ অক্টোবর ২০২৫