চিকেন নেক নিয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ মমতার
Published: 21st, May 2025 GMT
বাইরে থেকে কোনো জঙ্গি এসে যাতে পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে না পারে তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার রাজ্যটির জলপাইগুড়ি জেলার উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি শুনেছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে, কেউবা অন্য জায়গা থেকে বিভিন্ন এলাকায় ঢুকছে। আমাদের দলের সমর্থকদের কাছ থেকে, সরকারি কর্মকর্তাদের কাজ থেকেও বিভিন্ন তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমি পুলিশকে বলব, সাবধান হোন। বাইরে থেকে কোনো জঙ্গি যাতে আশ্রয় নিতে না পারে, অথরাইজড লোক ছাড়া কেউ যেন কারো সঙ্গে কোনো তথ্য শেয়ার না করে। এরকম অনেককে ধরা হয়েছে। আজকের বৈজ্ঞানিক যুগে মানুষ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে। তাই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে।”
রাজ্যটির উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনিক পদে থাকা সবাইকে সর্তক করে মমতা বলেন, “আপনারা নিজের এলাকাতে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয়। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারের সাথে চার-পাঁচটা দেশের সীমান্ত রয়েছে। তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর। ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে।”
মুখ্যমন্ত্রীর পরামর্শ ‘সীমান্তে বিএসএফ মোতায়েন থাকলেও রাজ্য পুলিশ প্রশাসনকেও নজরদারি বাড়াতে হবে।’
ভুয়া, মিথ্যা ও প্ররোচনামূলক খবর খবর ছড়ানোর বিরুদ্ধেও প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমের একাংশ অনবরত ভুয়া খবর, মিথ্যা খবর ছড়াচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে। এমন কোনো দিক নেই যেটা তারা করছে না। আজকাল মিথ্যা খবর ছড়িয়ে টিআরপি বাড়িয়ে অর্থ উপার্জনের একটা রাস্তা তৈরি হয়েছে। রাজস্থানের ছবি নিয়ে বাংলা বলে চালিয়ে দেয়া হচ্ছে, আবার বাংলাদেশের ছবি দিয়ে বাংলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আজকাল এগুলো খুবই সেনসিটিভ হয়ে উঠেছে। এলাকার বিডিও, আইসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলবো, যখনই কোনো মিথ্যা দেখবেন তখনই ওটা নস্যাৎ করে দিন।”
সম্প্রতি বাংলাদেশের মাওলা আবদুল কুদ্দুস ফারুকির কলকাতায় আত্মঘাতী হামলা চালানোর হুমকির প্রসঙ্গ টেনে মমতা ব্যানার্জি বলেন, “পরশু দিন একটা ডিজিটাল মিডিয়ায় খুব বাজে খবর দেখলাম। সেখানে কোনো একজন হুমকি দিচ্ছে। সেটাকে আবার তারা (মিডিয়া) গ্লোরিফাই করছে। এটা করা কি তাদের উচিত ছিল? তাছাড়া এটা আমার দেশের ভিতরের ব্যাপারও নয়, এটা অন্য একটি দেশের ব্যাপার। সেখান থেকে তার উদয় হচ্ছে। সেই উৎসটাকে না ধরে এটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই তবে উত্তেজনা বাড়বে, সীমান্তগুলো অশান্ত হবে। তাছাড়া যেকোনো অশান্তিতেই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। একইসঙ্গে প্রশাসনের যারা আছে তাদেরও খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে মানসিক শান্তি বজায় রাখা।”
সুচরিতা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম খ যমন ত র সতর ক থ ক
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী