পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় মন খারাপের কথা বলেছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে মাঠে নামার আগেই মন ভালো হওয়ার মতো খবর পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন  সৌম্য সরকার। তার বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ।

এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য। ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। এবার তাঁর পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাঁকে পাওয়া যাবে না।’

একজন ওপেনারের বদলি হিসেবে অলরাউন্ডার কেন নেওয়া হয়েছে তাঁর ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, বর্তমানে স্কোয়াডে থাকা ওপেনারদের নিয়ে খুশি তাঁরা, বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেনও। সঙ্গে মিরাজ সাদা বলের অনুশীলনে ও পাকিস্তানেই আছেন, তাও সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাঁদের।

চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচও খেলা হয়নি সৌম্যর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তাইপেতে অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫ শুরু

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) তিন দিনের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ তাইওয়ানের রাজধানী তাইপেতে আজ সোমবার শুরু হয়েছে। শহরের শেরাটন গ্র্যান্ড তাইপে হোটেলে এ শীর্ষ সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া (কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিজিটাল এশিয়ার রূপদান)’। তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় (মোডা), তাইওয়ান ইনোভেটিভ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন (টিসসা) এবং সিসা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আরওসি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

শীর্ষ পর্যায়ের অংশগ্রহণ

সামিটের প্রথম দিন আজ অ্যাসোসিও জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল ১১ নভেম্বর। এতে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম, ডিজিটাল অ্যাফেয়ার্সমন্ত্রী ই-জিং লিন, অ্যাসোসিওর চেয়ারম্যান স্ট্যান সিং-জিত এবং টিসসার চেয়ারম্যান ব্রায়ান শেন বক্তব্য দেবেন বলে কথা রয়েছে। এবারের সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পারফেক্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালিস চ্যাং এবং এইচপিই এপ্যাকের এআই লিডার গোহ সুন হেং।

অ্যাসোসিও সামিটে অ্যাসোসিওর সদস্য সংগঠনের প্রতিনিধিরা

সম্পর্কিত নিবন্ধ