সিকৃবিতে ক্যাফেটেরিয়ার খাবারে পোকার লার্ভা
Published: 22nd, May 2025 GMT
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকার লার্ভা পাওয়ার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। তিনি এক পিছ মাছের তরকারিতে অন্তত ৩০-৪০টি পোকার লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবার খেতে গিয়ে পাঙ্গাস মাছের তরকারিতে বড় আকারের পোকা (লার্ভা) দেখতে পান ওই শিক্ষার্থী।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ইমরান মিয়া খাবারে পোকা দেখতে পেয়ে তার ছবি তোলেন এবং সাংবাদিকদের দেখান। ছবিতে দেখা যায়, মাছের বিভিন্ন অংশে বড় আকারের পোকার লার্ভা (ম্যাগট) গিজগিজ করছে।
আরো পড়ুন:
বেরোবিতে আইইএলটিএস কোর্স চালু
চবিসাসের নেতৃত্বে জানে আলম-মাহফুজ
ক্যাফেটেরিয়ার অব্যবস্থাপনা ও খাবারের দাম নিয়ে যখন শিক্ষার্থীদের একের পর এক অভিযোগ, তখনই খাবারে পোকার লার্ভা পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্ব পরিবর্তনের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী ইমরান মিয়া বলেন, “দুপুর খাবারের জন্য ক্যাফেটেরিয়া থেকে মাছ কিনেছিলাম। মাছটি হয়তো অনেক আগের এবং পঁচা ছিল। অর্ধেক খাবার খাওয়ার পর মাথার মুল অংশ ভাঙতেই প্রায় ৩০-৪০টি পোকার লার্ভা বের হয়ে আসে৷ এ রকম অবস্থা দেখে বমি করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ি।”
এর আগেও শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পরও সিকৃবি প্রশাসন ক্যাফেটেরিয়ার সার্বিক মান বৃদ্ধিতে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
কৃষি অনুষদের শিক্ষার্থী ওয়াদুদ বলেন, “ক্যান্টিনের খাবারে লার্ভা পাওয়া গেছে, যা স্বাস্থ্য ও স্যানিটেশনের জন্য খুবই উদ্বেগজনক। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে ক্যান্টিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্য প্রস্তুত প্রণালী নিয়মিত পরিদর্শন করা। এছাড়া জরুরি ভিত্তিতে খাদ্যের মান নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্রশাসনকে বিষয়গুলো বারবার অবহিত করার পরও জরুরিভাবে পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে সিকৃবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালক নুরে আলম শাহীন বলেন, “মাছ পঁচা ছিল, এমন না। বাবুর্চির অবহেলার কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমি বাবুর্চিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছি।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ডা.
ঢাকা/আইনুল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প
মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে হাস্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর। আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, আর আমি মনে করি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।”
কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর, ইলন মাস্ক গত সপ্তাহে এক্স-এ (আগের টুইটার) পোস্ট করেন যে, তিনি ‘আমেরিকান পার্টি’ নামে একটি নতুন দল গঠন করছেন, যা রিপাবলিকান ও ডেমোক্রেটিক এই দল বা ‘ইউনিপার্টির’ বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।
ট্রাম্প ও মাস্ক আগে বেশ ঘনিষ্ঠ ছিলেন। টেসলা প্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) এর নেতৃত্বে ছিলেন, যার কাজ ছিল সরকারি খরচ কমানো।
মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ায়।
এর আগে ট্রাম্প তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, “গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখা আমার জন্য কষ্টদায়ক, সে যেন এক ধরনের ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।”
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ চলাকালে মাস্ক অনলাইনে তার এই নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন।
ঢাকা/ইভা