কলকাতায় এলেই মনে হয়, মায়ের বাড়ি এলাম: কাজল
Published: 22nd, May 2025 GMT
আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মা’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় এসেছেন সিনেমাটির অভিনেত্রী কাজল। বৃহস্পতিবার (২২ মে) কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দেন এই অভিনেত্রী। পিচরঙা শাড়িতে ছিমছাম সাজে কাজলকে চোখের দেখা দেখতে ভিড় জমান অনুরাগীরা।
সিনেমাটির মুখ্য নারী চরিত্র রূপায়ন করেছেন কাজল। পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ অভিনেত্রী বলেন, “কলকাতায় আসা মানে মায়ের কাছেই আসা। কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা। যখনই কলকাতায় আসি মনে হয়, বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম।”
পূজা দিয়ে আনন্দিত কাজল বলেন, “সিনেমার প্রচার শুরুর আগে মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের কাছ থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।”
আরো পড়ুন:
লুকিয়ে সালমানের বাড়িতে দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
জ্বলে ওঠার আগেই রুপালি জগতকে সুনীল কন্যার বিদায়
সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে কাজল বলেন, “মা’ সিনেমায় আমার চরিত্রটি, এ যাবত আমার করা সবচেয়ে শক্তিশালী একটি চরিত্র। এটি মাইথোলজিক্যাল-হরর ঘরানার সিনেমা। সিনেমাটির টাইটেল চিত্রনাট্যের জন্য পারফেক্ট। এটা একেবারেই অন্যরকম একটা সিনেমা। আমি নিশ্চিত, এটি সকলকে চমকে দেবে।”
বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ সিনেমা প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে। ভালো-মন্দের চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। তাতে রয়েছেন সাসপেন্স, অ্যাকশন। কাজল ছাড়াও অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং প্রমুখ।
ঢাকা/সুচরিতা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক জল অজয় দ বগন কলক ত য় চর ত র
এছাড়াও পড়ুন:
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (২৩ মে) থেকে তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মো. জসীম উদ্দিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আগামীকাল শুক্রবার (২৩ মে) থেকে এই আদেশ কার্যকর হবে।
আরো পড়ুন:
আলোচনায় ডেপুটি হাইকমিশনার শাবাব, দেশে ফেরার নির্দেশ
পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামের নাম শোনা যাচ্ছে
জুলাই অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় ১ মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। তার জায়গায় রুটিন দায়িত্বে পালনে আসা সচিব রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
এর আগে, পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন রুহুল আলম সিদ্দিকী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।
ঢাকা/হাসান/মেহেদী