আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মা’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় এসেছেন সিনেমাটির অভিনেত্রী কাজল। বৃহস্পতিবার (২২ মে) কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দেন এই অভিনেত্রী। পিচরঙা শাড়িতে ছিমছাম সাজে কাজলকে চোখের দেখা দেখতে ভিড় জমান অনুরাগীরা।

সিনেমাটির মুখ্য নারী চরিত্র রূপায়ন করেছেন কাজল। পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ অভিনেত্রী বলেন, “কলকাতায় আসা মানে মায়ের কাছেই আসা। কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা। যখনই কলকাতায় আসি মনে হয়, বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম।”

পূজা দিয়ে আনন্দিত কাজল বলেন, “সিনেমার প্রচার শুরুর আগে মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের কাছ থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।”

আরো পড়ুন:

লুকিয়ে সালমানের বাড়িতে দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জ্বলে ওঠার আগেই রুপালি জগতকে সুনীল কন্যার বিদায়

সিনেমাটিতে নিজের চরিত্রের বিষয়ে কাজল বলেন, “মা’ সিনেমায় আমার চরিত্রটি, এ যাবত আমার করা সবচেয়ে শক্তিশালী একটি চরিত্র। এটি মাইথোলজিক্যাল-হরর ঘরানার সিনেমা। সিনেমাটির টাইটেল চিত্রনাট্যের জন্য পারফেক্ট। এটা একেবারেই অন্যরকম একটা সিনেমা। আমি নিশ্চিত, এটি সকলকে চমকে দেবে।”

বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ সিনেমা প্রযোজনা করেছেন অজয় দেবগন, জ্যোতি দেশপান্ডে। ভালো-মন্দের চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। তাতে রয়েছেন সাসপেন্স, অ্যাকশন। কাজল ছাড়াও অভিনয় করেছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিং প্রমুখ।

ঢাকা/সুচরিতা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক জল অজয় দ বগন কলক ত য় চর ত র

এছাড়াও পড়ুন:

এআই এজেন্ট ব্যবহারে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার যেমন প্রতিষ্ঠানের কাজের গতি বাড়িয়েছে, তেমনি অজান্তেই তৈরি করছে নতুন এক নিরাপত্তার ঝুঁকি। আর তাই এআই এজেন্ট ব্যবহারকারীদের সতর্ক করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত এআই এজেন্ট অনেক সময় অসাবধানতাবশত ব্যবহারকারীর গোপন তথ্য প্রকাশ করে ফেলছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টগুলো শেয়ারপয়েন্ট, গুগল ড্রাইভ, অ্যামাজন এসথ্রি বা নিজস্ব তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হলে অনেক সময় ব্যবহারকারীর গোপন তথ্য ইন্টারনেটে প্রকাশ করে ফেলছে। এমনকি গুগল ড্রাইভসহ বিভিন্ন উৎস কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য ভুল ব্যক্তিদের কাছেও পাঠিয়ে দেয়।

আরও পড়ুনপ্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ শুরু করছে ‘এআই এজেন্ট’০৮ জানুয়ারি ২০২৫

অধিকাংশ সময় এসব তথ্য ফাঁস ঘটে ভুল কনফিগারেশন, অপ্রয়োজনীয় অনুমতি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) আউটপুটের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। এআই এজেন্ট যদি অভ্যন্তরীণ বেতনকাঠামো, অনানুষ্ঠানিক পণ্যের নকশা কিংবা বাজারে না আসা নীতিমালা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে ফেলে, তবে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি ও ক্ষতিকর।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত জানা যায়। তবে একই চ্যাটবট কাজে লাগিয়ে চাইলেও বিভিন্ন প্রতিষ্ঠানের সব তথ্য জানা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব এআই এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের দৈনন্দিন বিভিন্ন কাজ করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ক্রেতা বা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য জানানো যায়।
সূত্র: দ্য হ্যাকার নিউজ

সম্পর্কিত নিবন্ধ