জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও ৯ মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন এসব কথা।

পোস্টে সারজিস লেখেন, ‘টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।’

তিনি বলেন, শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের ওপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনও আদালতে চক্কর কাটেন, কারাগারে বন্দি থাকেন। অথচ এমন অনেক দাগি আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সঙ্গে সংযুক্ত হলেও বিএনপির সময়ে তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছেন। এগুলো কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয়?

এনসিপির এ নেতা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও নয় মাসে একটা বিচারকার্য সম্পন্ন হয় না! একটা খুনের বিচার হয় না! এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এতগ ল

এছাড়াও পড়ুন:

এআই এজেন্ট ব্যবহারে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার যেমন প্রতিষ্ঠানের কাজের গতি বাড়িয়েছে, তেমনি অজান্তেই তৈরি করছে নতুন এক নিরাপত্তার ঝুঁকি। আর তাই এআই এজেন্ট ব্যবহারকারীদের সতর্ক করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত এআই এজেন্ট অনেক সময় অসাবধানতাবশত ব্যবহারকারীর গোপন তথ্য প্রকাশ করে ফেলছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টগুলো শেয়ারপয়েন্ট, গুগল ড্রাইভ, অ্যামাজন এসথ্রি বা নিজস্ব তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত করা হলে অনেক সময় ব্যবহারকারীর গোপন তথ্য ইন্টারনেটে প্রকাশ করে ফেলছে। এমনকি গুগল ড্রাইভসহ বিভিন্ন উৎস কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য ভুল ব্যক্তিদের কাছেও পাঠিয়ে দেয়।

আরও পড়ুনপ্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ শুরু করছে ‘এআই এজেন্ট’০৮ জানুয়ারি ২০২৫

অধিকাংশ সময় এসব তথ্য ফাঁস ঘটে ভুল কনফিগারেশন, অপ্রয়োজনীয় অনুমতি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) আউটপুটের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। এআই এজেন্ট যদি অভ্যন্তরীণ বেতনকাঠামো, অনানুষ্ঠানিক পণ্যের নকশা কিংবা বাজারে না আসা নীতিমালা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে ফেলে, তবে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি ও ক্ষতিকর।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত জানা যায়। তবে একই চ্যাটবট কাজে লাগিয়ে চাইলেও বিভিন্ন প্রতিষ্ঠানের সব তথ্য জানা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব এআই এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের দৈনন্দিন বিভিন্ন কাজ করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ক্রেতা বা গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য জানানো যায়।
সূত্র: দ্য হ্যাকার নিউজ

সম্পর্কিত নিবন্ধ