ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে
Published: 22nd, May 2025 GMT
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা বলেছেন।
ইরান এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুক্রবার পঞ্চম দফায় পারমাণবিক আলোচনা করবে। তবে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর মতবিরোধ রয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান ধারাবাহিকভাবে বোমা তৈরির চেষ্টা অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে।
বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “ইরান ইসরায়েলের ইহুদিবাদী সরকারের যেকোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে কঠোরভাবে সতর্কতা দিচ্ছে এবং এই সরকারের যেকোনো হুমকি বা বেআইনি কাজের প্রতি দৃঢ়ভাবে জবাব দেবে।”
তিনি বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি হুমকির ধারাবাহিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি, যদি নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে আমাদের পারমাণবিক স্থাপনা ও সরঞ্জাম প্রতিরক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
মন্ত্রী বলেন, তেহরান এই ধরনের যেকোনো হামলায় ওয়াশিংটনকে ‘অংশগ্রহণকারী’ হিসেবে দেখবে।
তিনি বলেন, “আমাদের পদক্ষেপের প্রকৃতি, বিষয়বস্তু ও ব্যাপ্তি এই আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে তাদের বিধিবদ্ধ কর্তব্য ও বাধ্যবাধকতা অনুসারে গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সমানুপাতিক হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল