বাচ্চাদের জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
Published: 23rd, May 2025 GMT
এক শিশুর জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এ ঘটনা ঘটে।
ঘটনার দিন সন্ধ্যায় বাচ্চাদের স্যান্ডেল হারানো নিয়ে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে দুই প্রতিবেশী পরিবারের সদস্যরা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে খুরশিদ আলী নামে এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন আরও ৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশের পুকুরঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
এর কিছু সময় পরে শিশুদের এ ঘটনার জের ধরে হাবিব ও ইকবালের অভিভাবকরা তর্কে জড়ান। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৫ জন। ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ঘর ষ ন হত স ঘর ষ ঘটন র
এছাড়াও পড়ুন:
লিসার ফরাসি প্রেমিক এখন কোরিয়ায়
ফরাসি মিলিয়নার ফ্রেডেরিক আর্নল্টের সঙ্গে ব্ল্যাকপিঙ্ক তারকা লিসার প্রেমের গুঞ্জনটা বেশ পুরোনো। ফ্রেডেরিক আর্নল্টের দক্ষিণ কোরিয়া সফর ঘিরে গুঞ্জনটা আবারও ডালপালা মেলেছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুন বিজ এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রেডেরিক আর্নল্ট বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।