Samakal:
2025-11-03@13:03:05 GMT

মহাকালে রোমাঞ্চকর লড়াই

Published: 25th, May 2025 GMT

মহাকালে রোমাঞ্চকর লড়াই

একটি গ্যালাক্সি আরেকটিকে লক্ষ্য করে তীব্র বিকিরণ ছুড়ছে। এর পরপরই সেটি পিছু হটলে আরেকটি গ্যালাক্সি সামনে এগিয়ে তীব্র বিকিরণ নির্গত করছে। বারবার তারা সেকেন্ডে ৫০০ কিলোমিটার গতিতে একে অপরকে লক্ষ্য করে বিকিরণ ছুড়ে দেয়। মহাবিশ্বের দুই গ্যালাক্সির এই রোমাঞ্চকর লড়াই প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ন্যাচারে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। এতে দেখা গেছে, ভয়ংকর লড়াইয়ে একটি গ্যালাক্সির নতুন তারা তৈরির সক্ষমতা দুর্বল হয়ে পড়ে। মহাবিশ্বের দূরবর্তী গভীরে এ সংঘর্ষকে মজা করে ‘মধ্যযুগীয় লড়াই’য়ের সঙ্গে তুলনা করেন গবেষণাটির সহ-প্রধান ও ফ্রান্সের ইনস্টিটিউট ডি’অ্যাস্ট্রোফিজিক্স ডি প্যারিসের গবেষক প্যাসকুইয়ার নোটারডেম। তিনি বলেন, আমরা এটিকে মহাজাগতিক লড়াই বলি। তবে এ লড়াইয়ে কিছু গ্যালাকটিক নাইটদের খুব অন্যায্য সুবিধা রয়েছে। যেমন কিছু গ্যালাক্সি তার প্রতিপক্ষকে বিকিরণের বর্শা দিয়ে বিদ্ধ করার জন্য কোয়েজার ব্যবহার করে। 

কোয়েজার হলো কিছু দূরবর্তী গ্যালাক্সির উজ্জ্বল কেন্দ্র। সুপারম্যাসিভ ব্ল্যাকহোল চালিত এ কেন্দ্রগুলো প্রচুর বিকিরণ নির্গত করে। কোয়াজার ও গ্যালাক্সির একত্রীকরণ এক সময় অনেক বেশি সাধারণ ছিল। মহাবিশ্বের প্রথম কয়েক বিলিয়ন বছরে এ প্রক্রিয়া আরও ঘন ঘন দেখা যেত। তাই জ্যোতির্বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বের আরও গভীরে দৃষ্টি দেন। এ মহাজাগতিক লড়াই থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে ১ হাজার ১০০ কোটি বছরেরও বেশি সময় লেগেছে। তাই আমরা এখন সেটাই দেখতে পাচ্ছি, যখন মহাবিশ্ব তার বর্তমান বয়সের মাত্র ১৮ শতাংশ ছিল। 

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের আইওফে ইনস্টিটিউটের গবেষক সের্গেই বালাশেভ ব্যাখ্যা করেন, এখানে আমরা প্রথমবারের মতো একটি সাধারণ গ্যালাক্সির গ্যাসের অভ্যন্তরীণ কাঠামোর ওপর সরাসরি কোয়েজারের বিকিরণের প্রভাব দেখতে পাচ্ছি। নতুন পর্যবেক্ষণগুলো ইঙ্গিত দেয়, কোয়েজারের নির্গত বিকিরণ সাধারণ গ্যালাক্সির গ্যাস ও ধুলোর মেঘকে ব্যাহত করে। এটি ক্ষুদ্র ও ঘন অঞ্চলগুলোকে পেছনে ফেলে দেয়। ফলে গ্যালাক্সির তারা গঠন ব্যাহত হয়। 

এতে কেবল আহত গ্যালাক্সিই রূপান্তরিত হচ্ছে না। বালাশেভ ব্যাখ্যা করেন, এ পরিবর্তন গ্যালাক্সির কেন্দ্রগুলোয় অবস্থিত সুপারম্যাসিভ ব্ল্যাকহোলে বিপুল পরিমাণে গ্যাস নিয়ে আসবে বলে মনে করা হয়। মহাজাগতিক এ লড়াইয়ে জ্বালানির নতুন মজুত কোয়াসারকে শক্তি জোগানো ব্ল্যাকহোলের নাগালের মধ্যে আনা হয়। ব্ল্যাকহোল যখন কাছে আসে কোয়াসার তার আক্রমণ চালিয়ে যেতে পারে। 

এই গবেষণাটি চিলির আতাকামা মরুভূমিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপে আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে ও এক্স শুটার যন্ত্র ব্যবহার করা হয়েছে। আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারের হাই রেজুলেশন জ্যোতির্বিদদের দুটি একত্রিত ছায়াপথকে স্পষ্টভাবে আলাদা করতে সাহায্য করেছে। এগুলো এত কাছাকাছি যে তারা পূর্ববর্তী পর্যবেক্ষণগুলোয় একক বস্তুর মতো দেখায়। এক্স শুটারের সাহায্যে গবেষকরা সাধারণ গ্যালাক্সির মধ্য দিয়ে যাওয়ার সময় কোয়েজারের আলো বিশ্লেষণ করেছেন। সূত্র: সিএনএন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই