পিএসএল শেষে রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ পাকিস্তানে থেকে গেছেন। কালই যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু। সাকিব আল হাসান হয়তো পাকিস্তান ছেড়েছেন। সাকিব গত বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন। টি-টোয়েন্টি না ছাড়লেও তিনি হয়তো দলে থাকতেন না।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব যে দেশেই ফিরতে পারেননি। তাঁকে বিবেচনা করা হয়নি চ্যাম্পিয়নস ট্রফিতেও। যদিও বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলছেন, সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা।

সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন, তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান।

সাকিব সব সময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে যেকোনো দলের জন্য সম্পদ। একজন বিশ্বমানের ক্রিকেটার।বিসিবি পরিচালক ইফতেখার রহমান

তবে রাজনৈতিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলা হয়নি তাঁর। কারণ, সাকিব ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য। দলটি গত বছর ৫ আগস্ট ক্ষমতা হারায়। এর পর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি। এর মধ্যে অ্যাকশনের কারণে বোলিং থেকেও নিষিদ্ধ হন। তা থেকে সাকিবের মুক্তি মেলে গত মার্চে। প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সদ্য শেষ হওয়া পিএসএল দিয়ে। অনেক দিন পর সাকিবকে মাঠে দেখার পর তাই বাংলাদেশে সাকিবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে খেলতেই কি আল নাসর ‘অধ্যায় শেষ’ বললেন রোনালদো৫৬ মিনিট আগে

ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেছেন, ‘সাকিব সব সময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে যেকোনো দলের জন্য সম্পদ। একজন বিশ্বমানের ক্রিকেটার। সে তার বোলিং অ্যাকশন শুধরে ফিরেছে, তাই টিম ম্যানেজমেন্ট তার দিকে নজর রাখবে। নিশ্চয়ই সাকিবের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়নি। নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে সাকিব। আরও কয়েকটি ম্যাচ খেলুক, তারপরই বলা যাবে, সে জাতীয় দলে ফিরবে কি না।’

বিমানে দাবায় মগ্ন সাকিব–মিরাজ। পুরোনো দিনের ছবি।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

সুপারম্যান ট্রাম্প

জেমস গানের বহুল প্রতীক্ষিত সুপারম্যান ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কয়েক ঘন্টা পরে শুক্রবার হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুপারম্যান হিসেবে উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই ছবি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

অফিসিয়াল হোয়াইট হাউস এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ছবিটিতে সুপারম্যানের পোশাকে ভারী পেশীবহুল ট্রাম্পকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘আশার প্রতীক। সত্য। ন্যায়বিচার। আমেরিকান পথ। সুপারম্যান ট্রাম্প।’

একজন ব্যবহারকারী লিখেছেন, “সুপারম্যান ট্রাম্প পাগল। সুপারম্যান ক্রিপ্টন থেকে এসেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেন এবং সত্যের পক্ষে দাঁড়িয়েছেন। ট্রাম্প কর জালিয়াতি করেন, অভ্যুত্থানকে উস্কে দেন এবং সৎ শব্দটি বানান করতে পারেন না। আপনি লেক্স লুথরকে ক্লার্ক কেন্ট ভেবে ভুল করেছেন।”

আরেকজন লিখেছেন, “সুপারম্যান ছিলেন একজন অবৈধ অভিবাসী যিনি খামারে বেড়ে উঠেছিলেন।”

আরেক ব্যবহারকারী লিখেছেন, “সত্য? এপস্টাইনের তালিকা কোথায়? ন্যায়বিচার? এপস্টাইনের শিকারদের জন্য ন্যায়বিচার কোথায়?”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় প্লেগে একজনের মৃত্যু, ১৮ বছর পর এবারই প্রথম
  • রাঙামাটিতে ম্যালেরিয়ায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু
  • একের পর এক অমানবিকতা ও হিংস্রতা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে: আনিসুল ইসলাম
  • সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা: বিসিবি
  • পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার দ্রুত বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ
  • চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু
  • ‘৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি,আহত এক
  • সুপারম্যান ট্রাম্প
  • জিএসএলে গায়ানাকে হারাল রংপুর রাইডার্স 
  • প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব