জিএসএলে গায়ানাকে হারাল রংপুর রাইডার্স
Published: 11th, July 2025 GMT
দারুণ জয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছে রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়নরা ৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে।
গায়ানার প্রভিডেন্স পার্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স ৫ উইকেটে ১৬২ রান করে। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে দলটি। ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ৭.
পরেই ফিরে যান সৌম্য সরকার। তিনি খেলেন ৩৬ বলে ৩৫ রানের ইনিংস। পাঁচটি চার মারেন। ৫৫ রানে দ্বিতীয় উইকেট থেকে ৬০ রানে ৪ উইকেট হয়ে যায় রংপুর। ৮৬ রানে হারায় দলের পঞ্চম উইকেট।
তবে কাইল মায়ার্স দারুণ এক ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তিনি ৩১ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। ইফতিখার আহমেদ ২১ বলে ৩৪ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি।
জবাব দিতে নেমে গায়ানা ৫ বল থাকতে ১৫৪ রানে অলআউট হয়। দলটির হয়ে জনসন চার্লস ও মঈন আলী ভালো ব্যাটিং করেন। তবে রংপুরে খেলা বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ দারুণ বোলিং করে তাদের ধসিয়ে দেন। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন।
গায়ানার হয়ে ওপেনার চার্লস ২৮ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৪০ রান করেন। তিনে নেমে মঈন ১৮ বলে ২৭ রান করেন। গায়ানার আর কেউ ২০ রানের ঘরে ঢুকতে পারেননি। তবে জুয়েল আন্ড্রু (১৪), সিমরন হেটমায়ার (১৩), শেফরান রুদারফোর্ড (১৯) ও ডোয়াইন প্রিটোরিয়াস (১৪) ছোট ছোট ইনিংস খেলে গায়ানাকে জয়ের দিতে তুলে নিচ্ছিল।
রংপুরের হয়ে খালেদ ছাড়াও দারুণ বোলিং করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও তাবরেজ শামসি। আফগান পেস অলরাউন্ডার আজমত ৩.১ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। শামসি ৪ ওভারে ২৪ রা দিয়ে ২ উইকেট দখল করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল দ আহম দ র ন কর উইক ট
এছাড়াও পড়ুন:
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বলে উজ্জ্বল সাকিব
গায়ানায় গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। তাদের জয়ের নায়ক বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাট-বল হাতে সমানতালে জ্বলে উঠেছেন সাকিব। ব্যাটিংয়ে ৩৭ বলে ৫৮ রান করেন। ৭ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি। পরবর্তীতে বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ১৩ রানে তার শিকার ৪ উইকেট।
অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব বুঝিয়ে দিয়েছেন ৩৮ পেরিয়ে গেলেও এখনও ধার কমেনি তার।
আরো পড়ুন:
গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব
সিপিএলে সাকিব
পিএসএলে গত ২৩ মে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। লম্বা সময় পর তার সুযোগ হয় গ্লোবাল সুপার লিগে খেলার। শেষ মুহূর্তের ডাকে জিএসএলে দুবাই ক্যাপিটালসে যোগ দেন।
প্রথম সুযোগেই বাজিমাত করলেন। সাকিব যখন ব্যাটিংয়ে আসেন তখন দলের রান ৩ উইকেটে ৫৮। থিতু হওয়ার সময়ও পাননি স্কোরবোর্ডের চিত্রটা হয়ে যায় এরকম, ৫ উইকেটে ৭৭। সেখান থেকে সাকিবের বীরত্বে দুবাই ক্যাপিটালসের রান ৭ উইকেটে ১৬৫। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে দলের রানকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান।
এরপর বোলিংয়েও শুরুতে মুগ্ধতা ছড়ান। নিজের প্রথম ওভারে কোনো রান দেননি। উইল ইয়ং এবং ডিন ফক্সক্রফটের উইকেট নেন। পরের স্পেলে ফিরে তার শিকার হন জন ক্লার্কসন। সরাসরি বোল্ড করেন ১২ রান করা ক্লার্কসনকে। শেষ ওভার করতে এসে উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। ৪ ওভারে মাত্র ১টি বাউন্ডারি হজম করেন। ১৪ বলই ছিল ডট।
জবাব দিতে নেমে সেন্ট্রাল ডিস্ট্রিক্স ১৪৩ রানে থেমে যায়। সাকিবদের দল ম্যাচ জেতে ২২ রানে। ব্যাট বল হাতে দারুণ সময় কাটিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান সাকিব।
পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘‘শেষ মুহূর্তে আমাকে ডাকা হয়েছে এই দলে। দলের কেউ হয়তো নিজেকে সরিয়ে নিয়েছে বা ইনজুরিতে পড়েছে। আমি ভাগ্যবান সুযোগ পেয়েছি দুবাই ক্যাপিটালসে খেলার।’’
নিজের বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘‘ক্যারিবীয়ানে আমি আসছি ২০০৭ সাল থেকে। দীর্ঘ সময়। এটা আমার সেকেন্ড হোম। আমি এখনকার কন্ডিশন সম্পর্কে অবগত এবং জানি কিভাবে বোলিং করতে হয়। এছাড়া আমাজন ওয়ারিয়র্সে খেলার কারণে আমার সাহায্য হয়েছে। নিশ্চিতভাবেই আমার ভালো সময় কেটেছে। দলের জন্য অবদান রাখতে পেরে খুশি।’’
‘‘ব্যাটিং-বোলিং দুটোই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাটিংয়ে আমার টিকে থাকা দরকার ছিল। কারণ আমরা উইকেট হারাচ্ছিলাম। আমাদের জুটি গড়ার দরকার ছিল। ভাগ্য ভালো, আমরা ১৬০ রানের মতো করতে পেরেছি। গায়ানার উইকেটে ১৬০ রানের বেশি হলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।’’ - যোগ করেন সাকিব।
নিজের দল নিয়ে সাকিব বেশ আত্মবিশ্বাসী, ‘‘আমরা ভালো শুরু পেয়েছি। এটা অল্প দিনের টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচ জয় পাওয়ায় পরবর্তীতে আত্মবিশ্বাস বাড়াবে। আশা করছি এখান থেকে ছন্দ নিতে পারবো।’’
ঢাকা/ইয়াসিন