খুলনায় গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাছ থেকে চরমপন্থি নেতা নাসিমকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। 

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকের ঘটনা এটি। 

দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাটের হারুন মোল্লার ফার্ণিচারের দোকানে নাসিমকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন। 

আরো পড়ুন:

মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ক্ষেতে গরু যাওয়ায় মাকে মারধর, ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাসিম পালিয়ে গেলেও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অংশ নেওয়া তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। 

রাতে ঘটনার বিষয়ে তথ্য দেন দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে দিঘলিয়া থানার একটি টিম ওসি তদন্ত ও সেকেন্ড অফিসার এসআই তারেকের নেতৃত্বে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির নেতা এবং একাধিক হত্যা মামলার আাসামি নাসিমকে গ্রেপ্তারের জন্য উপজেলার ফরমাইশখানা ঘোলারঘাট এলাকায় অভিযানে যায়। 

দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী গোটা এলাকায় অভিযানে নামে। তবে নাসিমকে ধরতে পারেনি। যদিও রেজাউল ও আল মামুন নামে নাসিমের দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

ওসি শাহীন বলেন, উপজেলা ফরমাইশখানা গ্রামে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমকে গ্রেপ্তার করতে গেলে তার বাহিনী পুলিশের ওপর চড়াও হয়ে নাসিমকে ছিনিয়ে নিয়ে যায়। নাসিমের সহযোগীদের সঙ্গে ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হন।

সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; একই সঙ্গে অভিযানও অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

ঢাকা/নুরুজ্জামান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সহয গ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ