ব্যাটিং স্বর্গে নিজেদের কাজটা ভালোভাবেই করেছে ব্যাটিং ইউনিট। ৪৯৫ রানে থেমেছে বাংলাদেশ। গল টেস্টে এখন পর্যন্ত সবকিছু নাজমুল হোসেন শান্তদের অনুকূলেই। প্রথম দিন প্রথম সেশনে ৪৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পরও দলীয় স্কোর পাঁচশর কাছাকাছি নিয়ে যেতে পারার কৃতিত্ব দিতে হবে ব্যাটিং ইউনিটকে। আরও নির্দিষ্ট করে বললে, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসকে বাহবা দিতে হবে। 

গল টেস্ট জমানোর দায়িত্ব এবার বোলারদের। বোলিং ইউনিট ঝলমলে শুরু দিতে পারলে লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আশা স্পিনারদের সঙ্গে পেসাররাও তাল মিলিয়ে ভালো করবেন।

টেস্টের দুই দিন শেষ হওয়ায় তৃতীয় দিন সকালে ইনিংস ঘোষণা করতে পারে বাংলাদেশ। নাহিদ রানা ও হাসান মাহমুদের হাতে তুলে দেওয়া হতে পারে বল। সকালের সেশনের সুযোগ কাজে লাগানোর কৌশল এটি। কোচ সালাউদ্দিন বলেন, ‘‘ওদের বোলিং থেকে ইতিবাচক কিছু নিতে চাই। বিরতির পর ওরা যেভাবে বোলিং ‘মেইন্টেন’ করেছে এবং বল সুইং করিয়েছে প্রথম দিকে সেটি ছিল না। আমরাও এই সুযোগ কাজে লাগাতে পারি। এই উইকেট আমাদের স্পিনাররা হয়তো অনেক ভালো বল করার চেষ্টা করবে। পেস বোলাররাও, কারণ জোরে বোলার আছে। তারা বল ‘মেইন্টেন’ করতে পারলে এখান থেকে আমরা সুবিধা নিতে পারব। প্রথম নতুন বলে সুইং না পেলেও বল ‘মেইন্টেন’ করা জরুরি। রিভার্স সুইং করাতে পারলে যে কোনো সময় ছন্দ ঘুরে যেতে পারে।’’

জাতীয় দলের এই সহকারী কোচ মুশফিক, শান্ত, লিটনকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে শান্তর ভালো করায় খুশি তিনি, ‘তার (শান্তর) আঙুল অনেক ফুলে ছিল। সে আঙুলে ব্যথা নিয়ে খেলেছে। শান্ত যেমন ক্যারেক্টার, সে অনেক টাফ ছিল। এতকিছুর পরে, এত ট্রলের পরেও তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয় অনেক ছেলেই এটা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে সে শক্ত, নেতা হিসেবেও।’ 

লিটনের ৯০ রানের ঝলমলে ইনিংসে একবারই ভুল করেছেন। রিভার্স খেলতে গিয়ে আউট হন তিনি। কোচ আশা করেন ভবিষ্যতে লিটন এই ভুল করবেন না। এই টেস্টেই খেলবেন বড় ইনিংস। কারণ তিনি ব্যাটিংয়ের ভুল নিয়ে কাজ করছেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

লেনোভোর নতুন ল্যাপটপ বাজারে

দেশের বাজারে লেনেভোর তৈরি আইডিয়াপ্যাড স্লিম থ্রিআই ৮৩কেডি০০০কিউএলকে মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ৪.৭ গিগাহার্জ গতির ইন্টেলের কোর আই৩ ১০০ইউ প্রসেসরে চলা ল্যাপটপটির ধারণক্ষমতা ৫১২ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫.৩ ইঞ্চি আইপিএস পর্দার ল্যাপটপটিতে ৮ গিগাবাইট ডিডিআরফাইভ র‍্যাম রয়েছে, যা সর্বোচ্চ ২৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ফলে স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি সহজেই একসঙ্গে একাধিক কাজ করা যায়। ল্যাপটপটির পর্দায় ৩০০ নিটস উজ্জ্বলতার পাশাপাশি টিইউভি লো ব্লু লাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ক্ষতি হয় না।

দুটি ডলবি স্পিকার ও টিপিএম ২.০ সুরক্ষা চিপযুক্ত ল্যাপটপটিতে ফুল এইচডি আইআর ক্যামেরা থাকায় স্বচ্ছন্দে অনলাইন বৈঠক করার পাশাপাশি গানও শোনা যায়। উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সমর্থন করা ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ সুবিধাও রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ