চলতি বছরে একাধিক ধাপে ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। শুধু তা–ই নয়, ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে কাজ করা অন্য কর্মীদের বার্তা পাঠিয়ে জানিয়েছে, এআই শেখা এখন আর বিকল্প নয়, প্রতিটি কর্মীর জন্য তা আবশ্যিক। কর্মীদের দক্ষতা মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হবে।

মাইক্রোসফটের বিক্রয় বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জাডসন অলথফ জানিয়েছেন, ‘আমরা মাইক্রোসফটকে পরবর্তী প্রজন্মের এআই প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, প্রতিটি যন্ত্র ও প্রতিটি কাজে কো-পাইলট প্রযুক্তিকে স্থাপন করা।’

মাইক্রোসফটের ডেভেলপার ডিভিশনের প্রেসিডেন্ট জুলিয়া লিউসন জানিয়েছেন, এআই ব্যবহারে কর্মীরা কতটা পারদর্শী, তা ভবিষ্যতে কর্মমূল্যায়নের মূল উপাদান হয়ে উঠবে। এআই প্রযুক্তিতে দক্ষতা এখন আর বাড়তি সুবিধা নয়, এটি প্রতিটি দায়িত্ব ও পদের কেন্দ্রীয় অংশ।

মাইক্রোসফট এআই অবকাঠামো নির্মাণে চলতি অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর মাইক্রোসফট প্রাতিষ্ঠানিক খরচ কমানোর পাশাপাশি কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে। আর তাই জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত চারবার বড় ধরনের কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সর্বশেষ এ মাসের শুরুতে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। চাকরি যাওয়া কর্মীদের বড় অংশই এক্সবক্স গেমিং বিভাগ ও বিক্রয় দলের সদস্য।  

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের বার্ষিক দক্ষতা পর্যালোচনায় এআই–নির্ভর কিছু সূচক (মেট্রিকস) যুক্ত করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। পরবর্তী অর্থবছর থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। শুধু তা–ই নয়, সংস্থাটির একাধিক বিভাগ এআই–নির্ভর কর্মী কাঠামো গঠনে কাজ শুরু করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ম দ র

এছাড়াও পড়ুন:

১২১ কোটি টাকায় বিক্রি হয়েছে বারকিনের ৯ বছর ব্যবহার হওয়া ব্যাগ

ফ্যাশন ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস হারমেসের আইকনিক বারকিন ব্যাগ। ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিনের জন্য তৈরি করা মূল ব্যাগটি প্যারিসে নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারের বেশি দামে, যা বাংলাদেশি মুদ্রায় ১২১ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান সথবিজ।  
সোথেবি’স জানিয়েছে, ব্যাগটি কিনেছেন এক জাপানি সংগ্রাহক। আর এটি এখন পর্যন্ত কোনো ব্যাগ সর্বোচ্চ দামে বিক্রির ঘটনা।

হারমেসের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৪ সালে প্যারিস থেকে লন্ডনগামী একটি বিমানে জন্ম নেয় এই ব্যাগের ধারণা। ফ্লাইটে ব্রিটিশ অভিনেত্রী জেন বারকিনের পাশে বসেছিলেন হারমেসের তৎকালীন নির্বাহী জঁ-লুই দ্যুমার। সেদিন বারকিন তাঁকে বলেছিলেন, তিনি এমন একটি ব্যাগ খুঁজছেন, যা একই সঙ্গে স্টাইলিস্ট ও ব্যবহারযোগ্য—একজন তরুণী মা হিসেবে প্রয়োজনীয় সবকিছু বহন করা যাবে। সেখানেই দ্যুমার একটি কাগজে ব্যাগটির স্কেচ করেন। পরে হারমেস তা তৈরি করে বারকিনের জন্য, যার ডিজাইনে ছিল শিশুদের দুধের বোতল রাখার বিশেষ জায়গাও। ১৯৮৫ সালে হারমেস তাঁকে ব্যাগটি উপহার দেয় এবং পরে তার জন্য আরও চারটি ব্যাগ তৈরি করে।
প্রথম সেই ব্যাগটি ছিল তুলনামূলক বড়, বারকিনের নামের আদ্যক্ষর ‘জে.বি.’ খোদাই করা ছিল ফ্ল্যাপে (ঢাকনায়)—যা পরবর্তী মডেলগুলো থেকে ছিল সম্পূর্ণ আলাদা। পরবর্তী সময়ে সেই ডিজাইনের ছোট সংস্করণ বাজারে ছাড়া হয়, যা বিশ্বজুড়ে ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

১৯৮৫ সালে হারমেস বারকিনকে ব্যাগটি উপহার দেয়

সম্পর্কিত নিবন্ধ

  • পুতিনকে নিয়ে ‘হতাশ’ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কী হবে
  • প্রকল্পের মেয়াদ শেষ, কাজই শুরু হয়নি
  • আট পণ্যে আটকা দেশের রপ্তানি খাত
  • ১২১ কোটি টাকায় বিক্রি হয়েছে বারকিনের ৯ বছর ব্যবহার হওয়া ব্যাগ
  • ‘গণ-অভ্যুত্থানের পর দেশে এমন নৃশংসতার রাজনীতি চলতে পারে না’
  • জুলাই আন্দোলনে হামলার অভিযোগে নোবিপ্রবি কর্মকর্তা আটক
  • আবহাওয়া কী বলছে? সমুদ্রে ৩ নাম্বার সংকেত, পাহাড়ে ভূমিধসের শঙ্কা  
  • বিনিয়োগের সন্ধানে চীন যাচ্ছে বিডার প্রতিনিধি দল
  • ব্যয় সংকোচনে আরো কঠোর সরকার