চলতি বছরে একাধিক ধাপে ১৫ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট। শুধু তা–ই নয়, ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটিতে কাজ করা অন্য কর্মীদের বার্তা পাঠিয়ে জানিয়েছে, এআই শেখা এখন আর বিকল্প নয়, প্রতিটি কর্মীর জন্য তা আবশ্যিক। কর্মীদের দক্ষতা মূল্যায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হবে।

মাইক্রোসফটের বিক্রয় বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জাডসন অলথফ জানিয়েছেন, ‘আমরা মাইক্রোসফটকে পরবর্তী প্রজন্মের এআই প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য, প্রতিটি যন্ত্র ও প্রতিটি কাজে কো-পাইলট প্রযুক্তিকে স্থাপন করা।’

মাইক্রোসফটের ডেভেলপার ডিভিশনের প্রেসিডেন্ট জুলিয়া লিউসন জানিয়েছেন, এআই ব্যবহারে কর্মীরা কতটা পারদর্শী, তা ভবিষ্যতে কর্মমূল্যায়নের মূল উপাদান হয়ে উঠবে। এআই প্রযুক্তিতে দক্ষতা এখন আর বাড়তি সুবিধা নয়, এটি প্রতিটি দায়িত্ব ও পদের কেন্দ্রীয় অংশ।

মাইক্রোসফট এআই অবকাঠামো নির্মাণে চলতি অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর মাইক্রোসফট প্রাতিষ্ঠানিক খরচ কমানোর পাশাপাশি কর্মী কাঠামোয় পরিবর্তন আনছে। আর তাই জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত চারবার বড় ধরনের কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সর্বশেষ এ মাসের শুরুতে প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। চাকরি যাওয়া কর্মীদের বড় অংশই এক্সবক্স গেমিং বিভাগ ও বিক্রয় দলের সদস্য।  

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের বার্ষিক দক্ষতা পর্যালোচনায় এআই–নির্ভর কিছু সূচক (মেট্রিকস) যুক্ত করার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। পরবর্তী অর্থবছর থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। শুধু তা–ই নয়, সংস্থাটির একাধিক বিভাগ এআই–নির্ভর কর্মী কাঠামো গঠনে কাজ শুরু করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ম দ র

এছাড়াও পড়ুন:

নরসিংদীতে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

নরসিংদী সদর উপজেলা বিএনপির আওতাধীন নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে দলীয় কার্যালয় চিনিশপুর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক ও সদস্য সচিবসহ নজরপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন (টবু) এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সুষ্ঠু তদন্ত কার্যক্রম নিশ্চিত করতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরপুর ইউনিয়ন বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো।”

দলীয় সূত্রে জানা গেছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি এরইমধ্যে জেলা বিএনপিকেও অবহিত করা হয়েছে। বিজ্ঞপ্তির অনুলিপি নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে উপজেলা বিএনপি সূত্র।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন (টবু) বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি আদর্শভিত্তিক সংগঠন, যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব পায়। দলের ভেতরে কোনো অভিযোগ উঠলে সেটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। নজরপুর ইউনিয়ন বিএনপির বর্তমান পরিস্থিতিতে আমরা এমনই একটি অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছি। কোনো রকম ব্যক্তিগত অভিপ্রায় নয়, বরং দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার্থেই আমরা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

ঢাকা/হৃদয়/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতিআগ্রহ নিয়ে প্রশ্ন টিআইবির
  • ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনিয়ম: ৭ অডিটর নিষিদ্ধ
  • সেপ্টেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২০ হাজার কোটি টাকা
  • আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির
  • ডাকসুর ব্যালট পেপারে ২ ভোট নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
  • নরসিংদীতে ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
  • দক্ষিণ এশিয়ায় জেন–জি বিপ্লবের পরবর্তী নিশানা কে
  • গাজায় পাগলের মতো বোমা ফেলছে ইসরায়েল
  • ফতুল্লায় প্রতারণা করে ১৫ লাখ টাকার রড নিলো প্রতারক চক্র, কুমিল্লায় গ্রেপ্তার ৩
  • বাংলাদেশ ব্যাংক এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল কেন