আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বাঙালি অধ্যুষিত বরাকে তীব্র ক্ষোভ
Published: 12th, July 2025 GMT
ভারতের উত্তর–পূর্বের আসাম রাজ্যের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি মন্তব্যকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্যের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকাজুড়ে।
এই বরাক উপত্যকার চারটি জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় ও হোজাই বাঙালি অধ্যুষিত। এ ছাড়া পাশের ধুবরি ও গোয়ালপাড়াও বাঙালি অধ্যুষিত। এই সব জেলার বাসিন্দারা সুদীর্ঘকাল ধরে মাতৃভাষা বাংলা হিসেবে ব্যবহার করে আসছেন। বরাক উপত্যকার জেলাগুলোতে বাংলা ভাষাকে সরকারি কাজে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছিল আসাম সরকার।
এরই মধ্যে গত বৃহস্পতিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের আগামী জনগণনা বা আদমশুমারিতে আসাম রাজ্যের কোনো বাসিন্দা বাংলা ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করলে তাঁদের ‘বিদেশি’ বলে চিহ্নিত করা হবে। তিনি আরও বলেছেন, আর তা থেকে বোঝা যাবে এই রাজ্যে বিদেশির সংখ্যা কত?
আসামের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর গর্জে উঠেছে গোটা বরাক উপত্যকাসহ ধুবরি, গোয়ালপাড়া ও হোজাই জেলার মানুষ। আজ শনিবার গোয়ালপাড়া ও ধুবরিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাঙালিরা। তাঁরা ঘোষণা দেন, আসন্ন আদমশুমারিতে তাঁরা নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দেবেন। মাতৃভাষার পরিচয় হবে বাংলা। কখনো নিজেদের অসমিয়া হিসেবে আদমশুমারিতে অন্তর্ভুক্ত করবেন না। এ জন্য যদি তাঁদের জীবন দিতে হয় তবে তাঁরা জীবন দিতেও কুণ্ঠিত হবেন না।
আসামের ‘আমরা বাঙালি’ সংঠনের রাজ্যসচিব সাধন পুরকায়স্থ আজ শনিবার সকালে প্রথম আলোকে টেলিফোনে বলেছেন, সরকার মাতৃভাষা নির্ধারণের কে? এটা বলতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। মাতৃভাষা তার জন্মগত ফসল ও অধিকার। এই অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। আমরা বাঙালিরা নিজেদের কখনো মাতৃভাষা হিসেবে অসমিয়া হিসেবে মেনে নেব না। আমাদের মাতৃভাষা বাংলা।
বরাকের ৮০ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন।এখানে প্রচুরসংখ্যক মুসলিম রয়েছেন। বরাক উপত্যকায় বাংলাভাষার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বাংলাদেশের ১৯৫২–এর ভাষা আন্দোলনের ধাঁচে বাংলা ভাষার প্রতিষ্ঠার আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে সেদিন শিলচর স্টেশনে ১১ আন্দোলনকারী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। সেই আন্দোলনের জেরে আসামের বরাক উপত্যকার জেলাসমূহে সরকারি কাজে বাংলা ভাষাকে রাজ্য ভাষার স্বীকৃতি দিয়েছিল।
সাধন পুরকায়স্থ বলেন, ‘আমরা বাংলায় কথা বলি। বরাক উপত্যকায় আমাদের সরকারি অফিসের কাজকর্ম বাংলায় করি। তাই মুখ্যমন্ত্রীর চাপের কাছে আমরা মাথা নত করব না। আমাদের মাতৃভাষা বাংলা। আদমশুমারিতে সেই বাংলাকেই আমরা আমাদের মাতৃভাষা হিসেবে উল্লেখ করব। আর এই ভাষার দাবি নিয়ে আমরা আবার আন্দোলন শুরু করব বরাক উপত্যকাসহ আসামজুড়ে।
আসামের রাজ্য বিধানসভার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। একই সঙ্গে ভারত সরকার জনগণনা বা আদমশুমারির কাজও শুরু করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ম খ যমন ত র আস ম র আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন