‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ‘চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ’। ২০ জুন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
বিষয়টি নিয়ে আজ রোববার আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ডোপ প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “বাচসাস”–এর চিঠিতে লক্ষ করা যায়, “উৎসব” সিনেমার মূল প্রযোজনা প্রতিষ্ঠান “ডোপ প্রোডাকশনস”-এর নাম ব্যবহার করা হয়নি। শুধু সহপ্রযোজক “চরকি”র নাম উল্লেখ করা হয়েছে, যা আপাতদৃষ্টে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা ও দায় চাপানোর অভিপ্রায় বলে মনে হলেও “চরকি” ও “ডোপ” এটিকে মিস–কমিউনিকেশন বা কমিউনিকেশন গ্যাপ বলে বিশ্বাস করতে চায়। কারণ, “উৎসব” সিনেমার ঘোষণা থেকেই সাংবাদিক বন্ধুরা আন্তরিকভাবে সিনেমাটির প্রচারণায় সাহায্য করেছেন, সে জন্য আমরা অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। এ জন্য নানান সময় তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করেছি আমরা।’
চরকি ও ডোপ প্রোডাকশনস লিখেছে, ‘যেহেতু “বাচসাস” শুধু “চরকি”কেই প্রশ্নের মুখোমুখি করেছে, তাই ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মটি নিয়ে কিছু বলতেই হয়। “চরকি” তার জন্মলগ্ন থেকে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে আসছে। ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে “চরকি” দেশের সবচেয়ে বেশিসংখ্যক সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত হয়েছে, যার অধিকাংশই দর্শকনন্দিত। তার চেয়ে বড় কথা, সেসব কাজে রয়েছে দেশীয় সিনেমা তথা বাংলাদেশি নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের মেধা বিকাশ ও বিশ্বব্যাপী বাংলা চলচ্চিত্রের জয়ের প্রয়াস। এ প্রয়াসে শিল্পী–কলাকুশলী–সাংবাদিকেরা প্রথম থেকেই “চরকি”র সঙ্গে ছিলেন। আনুষ্ঠানিকতায় বা অনানুষ্ঠানিকতায় চরকিও তাঁদের সঙ্গে সৌহার্দ্য ও সম্মানের সম্পর্ক বজায় রেখে আসছে।’
দুই প্রতিষ্ঠানের ভাষ্য, ‘“উৎসব” সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে “বাচসাস”–এর চিঠিতে যে “অসৌজন্যমূলক আচরণ”–এর কথা বলা হয়েছে, তা “চরকি” ও “ডোপ”–এর জন্য একটি নতুন অভিজ্ঞতা। তানিম নূর পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা “উৎসব”বিষয়ক সব অনুষ্ঠানের আয়োজক প্রযোজনা প্রতিষ্ঠান “ডোপ” এবং ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”। বৃহৎ পরিসরে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারণা একটি বড় কর্মযজ্ঞ, যা টিমওয়ার্কের মাধ্যমেই সম্ভব। এর সব সাফল্য ও ব্যর্থতার দায়ভার সব প্রতিষ্ঠানের। কোনো একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যেকোনো ধরনের প্রচারণা অনভিপ্রেত। মূল প্রযোজনা প্রতিষ্ঠান হোক বা সহপ্রযোজনা প্রতিষ্ঠান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার “ডোপ” বা “চরকি” এড়াতে পারে না এবং কোনো রকম ভুল–বোঝাবুঝির যেন অবকাশ না থাকে, তাই “ডোপ” ও “চরকি” ঘটনাটি ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছে।’
ব্যাখ্যায় বলা হয়, ‘১৮ জুন (বুধবার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “উৎসব” সিনেমার বিশেষ প্রদর্শনী। আয়োজনের প্রস্তুতি ঠিক থাকলেও দর্শকপ্রিয়তা থাকায় সিনেমাটি নিয়ে অনেকের আগ্রহ ছিল। তাই অতিথি উপস্থিতিও ছিল বেশি এবং অতিথিদের সঙ্গে সহ-অতিথি হিসেবেও অনেক সম্মানিত ব্যক্তিরা এসেছিলেন আমাদের অনুপ্রাণিত করার জন্য। প্রেক্ষাগৃহের ভেতরে যখন অতিথিরা আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছিলেন, তখন আসনগুলো দ্রুতই পূর্ণ হয়ে যাচ্ছিল। সে সময় সাংবাদিক বন্ধুদের পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন চলচ্চিত্রের মূল শিল্পীরাও। একপর্যায়ে অতিথিদের বক্তব্য শেষ না হতেই কিছু সাংবাদিক বন্ধু তাঁদের সহকর্মীদের (ভিডিও জার্নালিস্ট এবং অন্য সাংবাদিক) চলে আসতে বলেন। যদিও তখনো সবার জন্য আসন ব্যবস্থাপনার কাজ চলছিল। সিনেমা–সংশ্লিষ্টরা নিজেদের আসন ছেড়ে জায়গা করে দিচ্ছিলেন অতিথি এবং আমন্ত্রিত সাংবাদিকদের। হলের বাইরে চলে আসা সাংবাদিক বন্ধুরা এবং আসন ছেড়ে দেওয়া সিনেমা–সংশ্লিষ্ট অতিথিরা যেন সিনেমাটি দেখতে পারেন, সে জন্য ডোপ ও চরকি কর্তৃপক্ষ আগে থেকেই সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে আরও একটি প্রেক্ষাগৃহ বরাদ্দ করার চেষ্টা করে আসছিল। কিন্তু প্রেক্ষাগৃহের অপ্রতুলতায় সেটা সম্ভব হয়নি। এ কারণে অনুষ্ঠানস্থলেই প্রযোজনা প্রতিষ্ঠান “ডোপ প্রোডাকশনস” এবং ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”র প্রতিনিধি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন, অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি হওয়ার দায় স্বীকার করেন, এমনকি পরবর্তী সময়ে আমন্ত্রিত সাংবাদিক বন্ধুদের নিয়ে আরেকটি শো আয়োজনেরও প্রতিশ্রুতি দেন।’

আরও পড়ুনপরিবার ছাড়া দেখা নিষেধ, কী আছে ‘উৎসব’–এ৩১ মে ২০২৫

চরকি ও ডোক প্রোডাকশনস লিখেছে, ‘১৯ জুন (বৃহস্পতিবার) “ডোপ প্রোডাকশনস” ও “চরকি” দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেদিনই বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দুঃখ প্রকাশ করে বার্তা পাঠায় সাংবাদিক বন্ধুদের (আমন্ত্রণ যে প্রক্রিয়ার পাঠানো হয়েছিল সেভাবেই)। যেখানে জানানো হয়, আগামী সপ্তাহে (২২–২৭ জুন) বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চাই আমরা। শিগগিরই সেই তারিখ, সময়, স্থান আমন্ত্রণপত্রের মাধ্যমে আপনাদের জানাতে পারব বলে আশা করছি। আপনাদের একান্ত সহযোগিতা কাম্য। চলচ্চিত্রের এই অগ্রগতিতে আপনাদের শুভকামনা আমাদের অনুপ্রেরণা।’

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে “ডোপ প্রোডাকশনস” এবং “চরকি” থেকে দুবার দুঃখ প্রকাশ করার পরও চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন থেকে “চরকির অসৌজন্যমূলক আচরণে বাচসাস-এর নিন্দা ও প্রতিবাদ” শিরোনামের চিঠি অফিশিয়াল ঠিকানা বা ই–মেইলে প্রদান না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ছড়িয়ে দেন। সেখানে শুধু একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়, যার ফলে চরকির ব্যবসায়িক ও সুনামের ক্ষতি হলেও আমরা বিশ্বাস করতে চাই, এটি উদ্দেশ্যপ্রণোদিত নয়। আপনাদের সহযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে যেকোনো পরামর্শ আমাদের অনুপ্রাণিত করবে। আশা করি, পারস্পরিক পেশাদার যোগাযোগের মাধ্যমে সেসব পরামর্শ আমাদের জানালে আমরা উপকৃত হব।’
বাংলা চলচ্চিত্রের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও পেশাদার আচরণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রশ্নে যেকোনো বিনোদনভিত্তিক সাংবাদিক সংগঠন চাইলেই “চরকি”র সঙ্গে (যেহেতু শুধু “চরকি”র নাম ব্যবহার করা হয়েছে) আলোচনার প্রস্তাব রাখতে পারেন। বিভিন্ন আয়োজনে সাংবাদিক বন্ধুদের নিয়ে “চরকি”রও রয়েছে বেশ কিছু অভিজ্ঞতা। সব বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সুন্দর কর্মপরিবেশ তৈরিতে আমরা আগ্রহী।’ “বাচসাস” তাদের চিঠিতে “পারস্পরিক সহযোগিতামূলক আচরণ” প্রত্যাশা করেছে। “ডোপ” এবং “চরকি”ও সেটিই প্রত্যাশা করে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড প প র ড কশনস ব দ ক বন ধ দ র চলচ চ ত র র প ল য টফর ম আপন দ র আমন ত র সহয গ ত অন প র অন ষ ঠ আম দ র

এছাড়াও পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • রবি রিচার্জেই চরকিতে দেখা যাবে উৎসব–তাণ্ডব
  • নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
  • বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • কূটলেখনী-শরবিদ্ধ রবীন্দ্রনাথ
  • যুদ্ধেও মানবিকতা মহানবী (সা.) অনন্য শিক্ষা
  • শরণার্থীদের জন্য মহানবী (সা.)-এর শিক্ষা
  • অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
  • ‘ভাই’ বলায় সাংবাদিকের উপর ক্ষেপলেন এসিল্যান্ড
  • প্রত্যাশা কি মেটাতে পারছেন রাজনীতিবিদেরা
  • আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা