শেরপুরের নকলায় হামলায় শিক্ষার্থীর পা কেটে ফেলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বারইকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়। প্রায় ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে নকলা পৌর শহরে আসে পৌঁছায়। মিছিলে অংশ নেন কয়েকশ প্রতিবাদকারী। কর্মসূচির আয়োজন করে বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল শেষে পুরাতন হলপট্টি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় পা 
হারানো শাকিলের বাবা আমির হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমরা গরিব, তাই বাড়িতে ঢুইক্কা ছেলেরে কোপাইছে। সারা জীবনের জন্য ছেলেটা পঙ্গু হইয়া গেল! এখন ওরে কে দেখবে? আমরা ন্যায় বিচার চাই।’
ভুক্তভোগী শাকিলের মা ভানু বেগম চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘ছেলের পা গেছে, বিচার তো দূরের কথা! অহন বাড়িতে থাকবার পারতাছি না। মাইরা ফেলবার চায়। আসামিরা বুক ফুলাইয়া কয়, একজনের এক পা গেছে। এর পর যারা বেশি কথা বলবে, মামলা করবে তাদের দুই পা যাবে। আমরা কী দোষ করছি? আমগরে ওপর এত অত্যাচার কেন?’
মানববন্ধনে বক্তব্য দেন শাকিলের ফুফু ময়না বেগম, বড় বোন কোকিলা বেগমসহ বন্ধু-বান্ধব ও এলাকাবাসী। এ সময় ঢাকা-শেরপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, সহপাঠীর সঙ্গে কথাকাটাকাটির জেরে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শাকিল মিয়াকে গত ১৫ জুন তার সহপাঠী হাসিবুল রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। এ ঘটনায় হাসিবুল, তার ভাই মো.

অন্তিম, চাচা মো. ইস্রাফিলসহ পাঁচজনের নামে মামলা করেন শাকিলের বাবা। কিন্তু গত ১ সপ্তাহে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ফুঁসে ওঠে শাকিলের সহপাঠী ও এলাকাবাসী।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সমকালকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। যে কোনো সময় ধরা পড়বে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খুলনায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

খুলনা নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেএমপির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘অবিলম্বে নগরী যানজটমুক্ত না হলে নগর জীবন অচল হয়ে পড়বে।’’

আরো পড়ুন:

স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও খুলনা আয়কর আইনজীবী সমিতির সভাপতি খান মনিরুজ্জামান। বক্তৃতা করেন নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, সরদার আবু তাহের, মানবাধিকার কর্মী জামাল মোড়ল, মেজবাহ উদ্দিন পাপ্পু, বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মির্জা নুরুজ্জামান, শেখ আব্দুল হালিম, আলমগীর হোসেন খান, সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, মাহাবুবুর রহমান মুন্না, শেখ আইনুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।

সভায় বক্তারা কুয়েট গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘‘নগরীর পিটিআই মোড়, ময়লাপোতা মোড়, রয়্যাল মোড়, গল্লামারী, শিববাড়ি মোড়, ডাকবাংলা মোড়ে দিনে ও রাতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে।’’ 

কুয়েট গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিটিআই মোড়ে এক ঘণ্টায় ৩ হাজার ২৫৩টি ইজিবাইক চলাচল করেছে। লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইকের সংখ্যা ১০ হাজার। অথচ ৪৫ হাজারের বেশি ইজিবাইক চলাচল করায় ৩ লাখ যাত্রীর চলাচলে বিঘ্ন হচ্ছে। 

যানজটকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, ‘‘রোগী পরিবহনে ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হচ্ছে। লোয়ার যশোর রোড, ক্লে রোড, স্যার ইকবাল রোডের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় পথচারী চলাচলে বিঘ্ন হচ্ছে।’’ 
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • রংপুরে সাংবাদিককে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা
  • ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন
  • রাবি উপ-উপাচার্যসহ শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
  • রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন
  • পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
  • অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবিতে মানবব
  • খুলনায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
  • মাজার ভাঙার ঘটনায় সরকার অপরাধীদের গ্রেপ্তার করেছে, এমন প্রমাণ নেই: ফরহাদ মজহার