কলকাতা সিনেমা ইন্ডাষ্ট্রিতে বড় বাজেটের সিনেমা নির্মাণ বলতে গেলে শূণ্যের কোঠায়। মাঝে মাঝে জিৎ বড় বাজেটের কমার্শিয়াল সিনেমা নিয়ে আসেন। দেব বড় বাজেট থেকে সরে আর্ট ফিল্মের দিকে ঝুকেছেন। এই পরিস্থিতিতে ক্যারিয়ার নিয়ে হুমকির মুখে পড়েছিলেন কলকাতার বাণিজ্যিক চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচিত ছিল রাজীব বিশ্বাস। যার ঝুলিতে রয়েছে ১৮টি ছবি। এর মধ্যে দু’টি বাংলাদেশের প্রযোজনায়। বাকি ১৬টি ছবিই হিট ছিল তখনকার টালিউডে। 

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছিলেন তিনি। ব্যক্তিজীবনেও অভিনেত্রীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সংসার টেকেনি। 

বিচ্ছেদের পরেও কাজ করে গেছেন, তবে ২০২২ সালের পর থেকে রাজীব নেই টলিউডে, নেই কলকাতার সিনেমার জগতে।

সম্প্রতি কলকাতায় পরিচালক সায়ন্তন ঘোষালের ‘রবীন্দ্র কাব্য রহস্য’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে রাজীব বিশ্বাস বলেন, “পর পর দুটো বড় বাজেটের ছবিতে কাজ করছিলাম- ‘অপারেশন জ্যাকপট’ ও ‘চিতা’। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কাজ মাঝপথে থেমে গেছে। কবে শুরু হবে, তা জানি না। আপাতত কলকাতাতেই ফিরে এসেছি।”

রাজীব জানান, করোনার পর বাংলা ছবির বাজার প্রায় ভেঙে পড়ে। এমনকি তারকারাও বাণিজ্যিক ছবির বদলে ভিন্ন ধারার দিকে ঝুঁকেছেন। “দেব যখন আর্ট ফিল্মে চলে গেল, তখনই বুঝেছিলাম বড় বাজেটের বাণিজ্যিক ছবির জায়গাটা সংকুচিত হয়ে গেছে। এখন আর সেই ধরনের প্রযোজক নেই,” বললেন নির্মাতা।

এই প্রেক্ষাপটেই ২০১৮ সালে তিনি বাংলাদেশে পাড়ি জমান। শাকিব খানকে নিয়ে নির্মিত ‘নাকাব’ ছবির সাফল্য তাকে দুইটি বড় প্রকল্পে কাজের সুযোগ এনে দেয়,  মুক্তিযুদ্ধভিত্তিক ‘অপারেশন জ্যাকপট’ ও অনন্ত জলিল-বর্ষা জুটির ‘চিতা’। তবে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অচলাবস্থায় এই দুটি ছবির কাজই বন্ধ হয়ে যায়।

রাজীব বলেন, “বাংলাদেশে এখন সিনেমা ও নাটক হচ্ছে, তবে আগের তুলনায় অনেক কম। একমাত্র শাকিব খানই এখনও বাণিজ্য ধরে রেখেছেন। বাকি কেউই তার মতো সফল হতে পারছেন না।”

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতেও এখন স্থবিরতা, কারণ ভিসা জটিলতায় বাংলাদেশি শিল্পীরা কলকাতায় আসতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

তবে পরিচালক হিসেবে তিনি আশা ছাড়েননি। ফের কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রাজীব। জানান, “দেবের ‘খাদান’ হিট করায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আবার আগের মতো বাণিজ্যিক ছবি বানানোর সময় আসছে।”

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বড় ব জ ট র কলক ত য়

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের চিতলমারীতে একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার আড়ুয়াবরনী গ্রামের এমাদুল খানের বাড়ি থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘‘গত ৪ আগস্ট রাতে উপজেলার সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের সিন্ধুক কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় দোকান মালিক তাপস মন্ডল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।’’

আরো পড়ুন:

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা

তিনি আরো বলেন, ‘‘তদন্তে নেমে পুলিশ একই বাজারের চা দোকানি এমাদুল খানকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণ ব্যবসায়ী সজল বসু ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে আটক এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এই তিনজনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ