জুলাইয়ের পর প্রত্যেকে যার যার এজেন্ডায় চলে গেছে
Published: 1st, July 2025 GMT
ছবি: প্রথম আলো
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৃষ্টি বাড়তে পারে চার বিভাগে
বঙ্গোপসাগরে একটা লঘুচাপ আছে। মৌসুমি বায়ুর প্রভাব তো আছেই। এই দুটি মিলে দেশের উপকূলীয় এলাকাগুলোয় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবারও এলাকাগুলোয় বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বাকি বিভাগগুলোর কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য দুই দিন আগে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ সারা দিন সেই সতর্কসংকেত বহাল থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল (বুধবার) সতর্কসংকেত উঠে যেতে পারে। আজও দেশের উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি গতকালের চেয়ে কম হবে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কুষ্টিয়ায়, ৪৬ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুই দিন ধরে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেড়েছে মূলত লঘুচাপের কারণে। তবে দেশের অন্যত্র, বিশেষ করে উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি হচ্ছে না।
গত জুন মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও পরবর্তী সময়ে তা কমে আসে। মাসের মাঝামাঝি সময়ে দুই দিন টানা বৃষ্টির পর তা অনেকটাই কমে যায়। মাসের শেষ দিকে কিছু স্থানে বৃষ্টি হয়েছে। তবে বর্ষাকালে যেমনটা একটানা বৃষ্টি হয়, তা কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে না।