রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সূত্রাপুরের কাগজি টোলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যানচালক মো. রিপন পেদা (৩৫), তাঁর স্ত্রী মোছা.

চাঁদনী (২৪), ছেলে তামিম পেদা (১৬), রোকন পেদা (১৪) ও মেয়ে আয়েশা (১)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ , তামিমের ৪২, রোকনের ৬০ ও আয়েশা ৬৩ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ চাঁদনীর মামা জাকির হোসেন বলেন, পাঁচতলা বাড়িটির নিচতলায় এক কক্ষে পরিবারটি ভাড়া থাকে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। তাঁরা ঘুমে থাকা অবস্থায় কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিবারটির পাঁচ সদস্যই দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

কক্ষটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে পরিবারটির সদস্যরা কিছু জানাতে পারেননি বলেন জানান জাকির হোসেন।

দগ্ধ রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র সদস য

এছাড়াও পড়ুন:

১৮ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা এসেছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে গত ১৮ মাসে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশ আশ্রয় নিয়েছে। নতুন আসা বেশির ভাগই নারী ও শিশু। গতকাল শুক্রবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাখাইনে চলমান সহিংসতা, নিপীড়ন ও সংঘাত হাজার হাজার রোহিঙ্গাকে আবার বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করছে। কয়েক মাস ধরে তাদের এই আগমনের প্রবাহ ২০১৭ সালের পর সবচেয়ে বড়। সে বছর দমনপীড়নের মুখে ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

ইউএনএইচসিআর বলছে, বাংলাদেশ উদারভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় 

নিয়েছে। গত দেড় বছরে যুক্ত হয়েছে আরও দেড় লাখ। ফলে এলাকাটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানের একটিতে পরিণত হয়েছে।

নতুন করে বাংলাদেশে আসা এসব রোহিঙ্গার মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। ধারণা করা হচ্ছে, আরও অনেকে এরই মধ্যে জনাকীর্ণ শিবিরে অনানুষ্ঠানিকভাবে বসবাস করছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আগতরা মূলত শিবিরে বসবাসরত মানুষের সহায়তার ওপর নির্ভরশীল। এ কারণে খুবই সীমিত সম্পদের ওপর চাপ পড়েছে। দ্রুত অর্থ সহায়তা না পেলে খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং রান্নার জ্বালানি সরবরাহ আগামী কয়েক মাসের মধ্যে থমকে যাবে। বৈশ্বিক অর্থায়নের তীব্র সংকটের কারণে নতুন আগত এবং আগে থেকে অবস্থানরতদের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পূরণ না-ও হতে পারে। এ ছাড়া পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অপরিহার্য সেবা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

ইউএনএইচসিআর বলছে, শিগগিরই অতিরিক্ত তহবিল নিশ্চিত না হলে আগামী সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং জরুরি রান্নার জ্বালানি (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু (যাদের মধ্যে ৬৩ হাজারই নতুন আসা), তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়বে।

রোহিঙ্গারা ইতোমধ্যে সহায়তা কমে যাওয়ার তীব্র প্রভাব টের পাচ্ছে। তারা আশঙ্কা করছে, সামনে আরও কাটছাঁট আসছে। এতে হতাশা ও উদ্বেগ বেড়ে যাচ্ছে এবং কিছু রোহিঙ্গা নিরাপত্তা ও পরিবারের জন্য আরও উন্নত জীবনের সন্ধানে বিপজ্জনক সাগরপথে অন্য দেশে পাড়ি জমাচ্ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বর্তমানে আনুষ্ঠানিকভাবে বন্ধ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারিতে রয়েছে। মিয়ানমারে সংঘাত অব্যাহত থাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাচ্ছে ইউএনএইচসিআর, যাতে সংঘাত থেকে পালিয়ে আসা বেসামরিক মানুষদের জন্য নিরাপদ আশ্রয় ও আশ্রয়প্রার্থীর মর্যাদা নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়।

ইউএনএইচসিআর আরও বলছে, কয়েক বছর ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদার সহায়তা রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণ ও সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে অর্থায়ন ঘাটতির কারণে শরণার্থী সংকট মোকাবিলার প্রতিটি ক্ষেত্রই এখন প্রভাবিত হচ্ছে।

ইউএনএইচসিআর এবং মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্য দেশগুলো, যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাদের সঙ্গে সংহতি জানিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে রাখাইনে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শান্তি ও স্থিতিশীলতা না আসা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্পর্কিত নিবন্ধ