৭৫ ওয়ার্ডে ১২৭ উন্নয়ন প্রকল্প অনুমোদন
Published: 6th, October 2025 GMT
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত নিয়মিত পদে কর্মরত স্থায়ী কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘অবসারপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা, ২০২৫’ নীতিগত অনুমোদন দিয়েছে কর্পোরেশনের পরিচালনা কমিটি।
সোমবার (৬ অক্টোবর) নগর ভবনে অনুষ্ঠিত পরিচালনা কমিটির ৯ম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো.
আরো পড়ুন:
বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
জবি সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ
বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিসহ পরিচালনা কমিটির ২৫ সদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রথমে ১১ আগস্ট অনুষ্ঠিত ৮ম কর্পোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর আলোচ্য সূচি অনুযায়ী বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পেনশন ও অবসর সুবিধা সংক্রান্ত পরিকল্পনা
সভায় ‘সরকারি কর্মচারীদের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯’ অনুসরণ করে প্রস্তুতকৃত অবসরভাতা ও সুবিধাদি পরিকল্পনা নীতিগত অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
৭৫টি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্প অনুমোদন
২০২৫-২৬ অর্থবছরে ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডে সড়ক উন্নয়ন খাতে ১৪৮ কোটি টাকা ব্যয়ে মোট ১২৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ সুবিধা
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য অবসরকালীন এককালীন চার লক্ষ টাকা প্রদান, চাকরিজীবনের মধ্যে মৃত্যুবরণ করলে দাফন/সৎকারের জন্য দশ হাজার টাকা এবং পরিবারকে এককালীন তিন লাখ টাকা অনুদান প্রদানের একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “প্রলম্বিত বর্ষণে অনেক সড়কের সংস্কারকাজ বিলম্বিত হয়েছে। তবে জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়ক দ্রুত সংস্কার করা হবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মো. শফিকুল ইসলামসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রধানরা।
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স ড এসস স র জন য
এছাড়াও পড়ুন:
দুর্নীতি দমন কমিশনে ৮৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত
দুর্নীতি দমন কমিশন ৬ ক্যাটাগরির ৮৫টি শূন্য পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বেতনক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম ও বিবরণ
১. সহকারী পরিচালক
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯ম)
২. উপসহকারী পরিচালক
পদসংখ্যা: ৫০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০ম)
৩. কোর্ট পরিদর্শক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০ম)
৪. সহকারী পরিদর্শক
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১তম)
৫. হিসাবরক্ষক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড-১১তম)
৬. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯.৩০০-২২,৪৯০/- (গ্রেড-১৬তম)
বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য।
অনলাইনে আবেদনের শর্তাবলি
১. পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২. একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫আবেদন ফি
১. ক্রমিক নম্বর ১, ২ ও ৩-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ টাকা।
২. ক্রমিক নম্বর ৪ ও ৫-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮ টাকা।
৩। ক্রমিক নম্বর ৬-এ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনঅক্সফামে নিয়োগ, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার ৩ ঘণ্টা আগে