পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটে ভাঙন, জেটি বিলীন
Published: 6th, August 2025 GMT
পদ্মা নদীর প্রবল স্রোতে মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া লঞ্চঘাটের ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে লঞ্চঘাটের জেটি (যেখান দিয়ে যাত্রী লঞ্চে ওঠানামা করেন) নদীতে বিলীন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং লঞ্চের শ্রমিক ও মালিকেরা। দ্রুত সময়ে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ না দিলে পুরো লঞ্চঘাট নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে লঞ্চঘাটের পশ্চিমে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে লঞ্চগুলোকে রাখা হয়েছে। সেখানে কোনোরকমে যাত্রীদের লঞ্চে ওঠানামা করানো হচ্ছে।
লঞ্চের মাস্টার ও সুকানিদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেওয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
আজ বুধবার সকালে গিয়ে দেখা যায়, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোত বইছে। পশ্চিম পাশের জেটির অধিকাংশ নদীতে বিলীন হয়ে গেছে। অপর জেটিটিও নড়বড়ে অবস্থায় আছে। এর সম্মুখভাগ পানিতে তলিয়ে গেছে। যেকোনো মুহূর্তে সেটিও নদীতে ধসে যাওয়ার উপক্রম হয়েছে। লঞ্চঘাট ভেঙে যাওয়ায় এর পশ্চিমে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে লঞ্চগুলোকে রাখা হয়েছে। সেখানেই লঞ্চে যাত্রীরা ওঠানামা করছেন।
অপর জেটিটিও নড়বড়ে অবস্থায় আছে। এর সম্মুখভাগ পানিতে তলিয়ে গেছে। যেকোনো মুহূর্তে সেটিও নদীতে ধসে যাওয়ার উপক্রম হয়েছে। আজ বুধবার সকালে পাটুরিয়া লঞ্চঘাটে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এলাকার নামেই সিনেমা—আবেগে ভাসলেন পাইকগাছার মানুষ
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে সিনেমা ‘দেলুপি’র জমজমাট প্রিমিয়ার প্রদর্শনী। বুধবার বিকেলে শুরু হওয়া এই আয়োজনে স্কুলমাঠ যেন পরিণত হয় এক উৎসবে।
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। সারা দেশে মুক্তি পাবে ১৪ নভেম্বর। প্রিমিয়ার প্রদর্শনী ঘিরে স্থানীয় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিকেল থেকেই মাঠে ভিড় করেন শত শত দর্শক। অনেকের হাতে সিনেমার পোস্টার, কেউ–বা পরিবার–বন্ধুদের সঙ্গে অপেক্ষায় পর্দা ওঠার। চারপাশে তখন উৎসবের আবহ, আনন্দের কোলাহল। সিনেমা শেষে দর্শকদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। নিজেদের জীবনের গল্প বড় পর্দায় দেখে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
দেলুটি গ্রামের বাসিন্দা শামীমা আক্তার বলেন, ‘আমাদের এলাকার নামেই সিনেমা—এটা ভাবতেই গর্ব লাগে। গল্পটা এত বাস্তব, যেন আমাদের জীবনেরই কথা বলা হয়েছে।’ স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য বদিয়ার রহমান বলেন, ‘ভাঙন ছিল আমাদের জীবনের অংশ। সেই কষ্টই এ সিনেমায় উঠে এসেছে। “দেলুপি” শুধু আমাদের গল্প নয়, অন্য উপকূলের অনেক মানুষের গল্পও বটে। আশা করি এই সিনেমা আমাদের দুর্দশার কথা আরও দূরে পৌঁছে দেবে।’
বুধবার প্রিমিয়ার হলেও সিনেমা হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার